বাংলায় ‘শিক্ষিত’ বেকারের সংখ্যা কত? তথ্য প্রকাশ কেন্দ্রের

বাংলায় ‘শিক্ষিত’ বেকারের সংখ্যা কত? তথ্য প্রকাশ কেন্দ্রের

নয়াদিল্লি: সোমবার রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে বাজেট৷ ২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বাংলার বাড়তে থাকা বেকারত্ব হতে পারে নির্বাচনী ইস্যু৷ বিধানসভা ভোটের আগে তারই ইঙ্গিত দিয়ে রাজ্যে ‘শিক্ষিত’ বেকারের তথ্য জানাল কেন্দ্র৷ রাজ্যসভায় রাজ্যসভায় তৃণমূল সাংসদ মানস ভুঁইঞার লিখিত প্রশ্নের জন্য চাঞ্চল্যকর তথ্য পেশ শ্রমমন্ত্রী সন্তোষকুমার গাঙ্গোয়ার৷

গত বুধবার রাজ্য সভায় শ্রমমন্ত্রী তথ্য পেশ করে জানিয়েছেন, বাংলায় এই মুহূর্তে প্রতি হাজার বেকারের মধ্যে স্নাতক ৯৮ জন৷ স্নাতকোত্তর ১৩৯ জন৷ এই তথ্য দেওয়া হয়েছে ২০১৫-১৬ অর্থবর্ষের নিরিখে৷ কেন্দ্রের তরফে তথ্য পেশ করে জানানো হয়েছে, ২০১৭-২০১৮ অর্থবর্ষে বাংলা য় ১৫ বছরের বেশি বয়সি বেকারদের মধ্যে ১২ শতাংশ স্নাতক৷ ১৫ বছরের বেশি স্নাতকোত্তর বেকার ১৩.৭ শতাংশ৷ কেরালে সেই সংখ্যা স্নাতক বেকার ৩০.৬ শতাংশ৷ স্নাতকোত্তর বেকারের হার ২৪.৫ শতাংশ৷ উত্তরপ্রদেশে স্নাতক বেকার ১৬.৭ শতাংশ৷ স্নাতকোত্তর বেকারের হার ১২.৭ শতাংশ৷ যদিও এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সংসদে দাঁড়িয়ে সাফ জানিয়েছিলেন, ১ মার্চ ২০১৮ পর্যন্ত কেন্দ্র মোট ৬ লক্ষ ৮৩ হাজার ৮২৩টি শূন্যপদে দ্রুত  নিয়োগ করবে৷

শ্রমমন্ত্রীর দেওয়ার তথ্যের ভিত্তিতে মানস ভুঁইঞা সংবাদমাধ্যমে জানিয়েছেন, মোদি সরকার প্রতি বছরে দু’কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ সে প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ নরেন্দ্র মোদির সরকার৷ উল্টে চাকরি হারিয়েছেন বহু যুবক-যুবতী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বেকারদের রোজগারের ব্যবস্থা করেছেন৷ দেশের তুলনায় পশ্চিমবঙ্গের ভাল৷ কেন্দ্রের এই তথ্যের পর বাম-কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে দাবি করেন বাংলায় এক কোটি চাকরি হয়েছে৷ বেকারত্ব কমেছে ৪০ শতাংশ৷ তাহলে কীভাবে বাংলায় প্রতি হাজার বেকারের মধ্যে স্নাতক ও  স্নাতকোত্তরদের সংখ্যা ১৩ শতাংশের কাছিকাছি পৌঁছে গেল? তাহলে কি কেন্দ্রের দেওয়া তথ্য ভুল, না মুখ্যমন্ত্রীর দাবি বিভ্রান্তিকর?

যদিও, গতবছর মুখ্যমন্ত্রী নিজে জানিয়ছিলেন রাজ্যের  ৩৩ হাজার ৬৮৭ শূন্যপদে নিয়োগ করা হবে৷ রাজ্যের তরফে শূন্যপদের তালিকা প্রকাশ করে আগেই জানানো হয়েছিল,   গ্রুপ এ ক্যাটাগরিতে মোট শূন্যপদ ৪০৫৭টি৷ রুপ-বি ক্যাটাগরিতে মোট শূন্যপদ রয়েছে ৯১২৭টি আসন৷প্রুপ-সি ক্যাটাগরিতে মোট শূন্যপদ রয়েছে ১৩৭২৩টি আসন৷  প্রুপ-ডি ক্যাটাগরিতে মোট শূন্যপদ রয়েছে ৬৭৮০টি আসন৷ তবে, এই সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি কবে জারি করা হবে, তা অবশ্য জানানো হয়নি৷ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আজ বিকেল ডট কমে তা প্রকাশ করা হবে৷ ফলে, চাকরির বাজারের খবর পেতে AajBikel ডট কমে চোখ রাখুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + eighteen =