মোদির বাজেটে কী চেয়েছিল বাংলার যুবসমাজ? কতটা মিটল প্রত্যাশা?

কলকাতা: ঢাকঢোল পিয়ে পাঁচ বছরে ছ’বার বাজেট পেশ করেছে নরেন্দ্র মোদির সরকার৷ কিন্তু, কী পেলেন দেশের মানুষ? বাজেট শুরুর আগে আজ বিকেল ডট কমের তরফে পাঠকদের কাছে জানতে চাওয়া হয়েছিল, মোদির শেষ বাজেটে কী চান তাঁরা? আজ বিকেল ফেসবুক পেজে তার প্রতিক্রিয়াও উঠে এসেছে৷ ঠিক কী কী চেয়েছিলেন বাংলার যুব-সমাজ? আর কী পেলেন? পাঠক রিন্টু

5577d54cdcfa99fd6b37b192764f808c

মোদির বাজেটে কী চেয়েছিল বাংলার যুবসমাজ? কতটা মিটল প্রত্যাশা?

কলকাতা: ঢাকঢোল পিয়ে পাঁচ বছরে ছ’বার বাজেট পেশ করেছে নরেন্দ্র মোদির সরকার৷ কিন্তু, কী পেলেন দেশের মানুষ? বাজেট শুরুর আগে আজ বিকেল ডট কমের তরফে পাঠকদের কাছে জানতে চাওয়া হয়েছিল, মোদির শেষ বাজেটে কী চান তাঁরা? আজ বিকেল ফেসবুক পেজে তার প্রতিক্রিয়াও উঠে এসেছে৷ ঠিক কী কী চেয়েছিলেন বাংলার যুব-সমাজ? আর কী পেলেন?

পাঠক রিন্টু পাল লিখেছেন, ‘যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান৷’ তুষারকান্তি মিশ্র জানিয়েছেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান চাই৷’ মৃন্ময় মণ্ডল লেখেন, ‘প্রতিবছর শিক্ষা দপ্তরে উন্নয়ন জরুরি৷’ নিরঞ্জন রায় ও দীপক ঘোষ বলেন, ‘সম কাজে সম বেতন৷’ রাহেন খান, তন্ময় সাহা ও সুরজিৎ ঘোষ বলেন, ‘চাকরি৷’ রাজা ঘোষ বলেন, ‘যা হবে, ভালোর জন্য হবে৷’ সৌরভ মান্না বলেন, আয়করের সীমা ৩ লক্ষ করা হোক৷’

বাজেটে কর্মসংস্থানের দাবি জানানো হলেও বাজেটে খুব একটা সুখবর দেখাতে পারেনি মোদি সরকার৷ সেই সংক্রান্ত খবর আজ বিকেল সংবাদ পত্রে প্রকাশিত হয়েছে৷ (#Budget2019: কর্মসংস্থান ইস্যুতে কী চমক থাকল বাজেট বরাদ্দে) দ্বিতীয়, ‘সম কাজে সম বেতনে’র নিয়ে বাজেটে একটি শব্দও বলেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ তবে, সপ্তম পে কমিশন নিয়ে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে৷ (#Budget2019: সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা বাজেটে) তৃতীয় দাবি ছিল শিক্ষা৷ এবারের বাজেটে শিক্ষায় বরাদ্দ বেড়ে খুবই কম৷ পড়ুন- (#Budget2019: দেশের শিক্ষায় কত টাকা বরাদ্দ করল কেন্দ্র?) আয়করে ছাড়া ঘোষণা দাবি মিটিয়েছে কেন্দ্র৷ (#BudgetSession2019: আয়করের ঊর্ধ্বসীমা দ্বিগুণ বাড়িয়ে TDS-এ বড় ঘোষণা বাজেটে) গ্রামীণ ভারতেও বেড়েছে বরাদ্দ৷ (কেন্দ্রীয় বাজেট ২০১৯: কৃষকদের জন্য কল্পতরু কেন্দ্র) স্বাস্থ্য খাতে আগেই ‘আয়ুষ্মান যোজনা’য় চমক আগেই দিয়ে রেখেছিল কেন্দ্র৷ এবার সেটাকেই ফলাও করে দেখানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *