উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে কী বললেন এসএসসির চেয়ারম্যান?

কলকাতা: স্কুলে ‘ইন্টার্ন’ শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে বিরোধীদের অভিযোগ ওড়াতে আসরে নেমেছে স্কুল সার্ভিস কমিশন৷ রাজ্যজুড়ে বিতর্কের পরিস্থিতি তৈরি হতেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে কমিশনের তরফে এরগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করা হয়৷ উচ্চপ্রাথমিক থেকে শুরু করে নবম-দশমে শিক্ষক নিয়োগ নিয়ে এদিন মুখ খোলেন এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকার৷ সাংবাদিক বৈঠক করে তিনি সাফ জানিয়ে দেন, এই মুহূর্তে

28f3045268d9f8b8a5b2b2d0be42a69d

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে কী বললেন এসএসসির চেয়ারম্যান?

কলকাতা: স্কুলে ‘ইন্টার্ন’ শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে বিরোধীদের অভিযোগ ওড়াতে আসরে নেমেছে স্কুল সার্ভিস কমিশন৷ রাজ্যজুড়ে বিতর্কের পরিস্থিতি তৈরি হতেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে কমিশনের তরফে এরগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করা হয়৷ উচ্চপ্রাথমিক থেকে শুরু করে নবম-দশমে শিক্ষক নিয়োগ নিয়ে এদিন মুখ খোলেন এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকার৷

সাংবাদিক বৈঠক করে তিনি সাফ জানিয়ে দেন, এই মুহূর্তে রাজ্যে প্রাথমিকে যা শূন্যপদ ছিল তাতে নিয়োগ হয়েছে৷ নতুন শূন্যপদ ঘোষণা হয়নি৷ নবম-দশমে সাড়ে ছ’হাজার ও একাদশ-দ্বাদশে সাড়ে ৪ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে৷ চা চলবে বলে জানান এসএসসির চেয়ারম্যান৷ এদিন সৌমিত্র সরকার বলেন, ‘‘উচ্চ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকস্তরে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়ে ইতিমধ্যে ১৯,৪০৬ জনকে নিয়োগ করা হয়েছে৷ মার্চের মধ্যে আরও ২২,৬৭৮ জনকে নিয়োগ করা হবে৷’’ পাশাপাশি তাঁর বক্তব্য, ‘‘এসএসসির নিয়োগ প্রক্রিয়া যেমন চলছে তেমনই চলবে৷ এর সঙ্গে ইন্টার্ন নিয়োগের কোনও সম্পর্ক নেই৷’

জানা গিয়েছে, উচ্চ প্রাথমিক স্তরে ১৩০৮০ জন নিয়োগ হবে জানুয়ারি শেষ অথবা ফেব্রুয়ারি প্রথমে৷ মাধ্যমিক স্তরে অর্থাৎ নবম ও দশম শ্রেণির জন্য ৬৫২৪ জন নিয়োগ হয়েছে এবং পরে ৬৩৮১ জনকে নিয়োগ করা হবে৷ ইতিমধ্যেই এসএলএসটি ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের সমস্ত শিক্ষক-শিক্ষিকাকে নিয়োগ করা হয়ে গিয়েছে৷ ক্লার্ক পদে ২০১৩ জন এবং গ্রুপ ডিতে ৩৮৪৭ জনকে নিয়োগ করা হয়েছে৷ মার্চের মধ্যে সমস্ত বিভাগ অর্থাৎ প্রধান শিক্ষক, উচ্চমাধ্যমিক স্তর, আপার নার্সারি, গ্রুপ ডি সহ ২২,৬৭৮ জনকে নিয়োগ করা হবে বলেও বলেও জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *