কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের আর্থিক বঞ্চনা ও সংগঠনের নেতাদের গণবদলির বিরুদ্ধে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির কাছে স্মারকলিপি দিয়েছে কর্মী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। সংগঠনের এক প্রতিনিধিদল এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়।
কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিনহা দাবি করেছেন, রাজ্যপালের কাছ থেকে সদর্থক সাড়া মিলেছে। তিনি দাবিগুলির বিষয়ে রাজ্য সরকারকে অবহিত করার আশ্বাস দিয়েছেন। কো-অর্ডিনেশন কমিটির সমর্থকরা বিকেলে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে ধর্মতলায় এসে সভা করেন। এখানে সংগঠনের নেতারা ছাড়াও বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ভাষণ দেন। আগামী ৮-৯ জানুয়ারি দেশব্যাপী ধর্মঘটে শামিল হওয়ার জন্য রাজ্য সরকারি কর্মীদের প্রতি আহ্বান জানান নেতারা।