স্কুল শিক্ষকদের অবসরের মেয়াদ বাড়াতে কী বললেন শিক্ষামন্ত্রী?

কলকাতা: অধ্যাপকদের অবসরের বয়স ৬৫ করে দেওয়ার ঘোষণা করার সঙ্গে সঙ্গেই এবার এ নিয়ে সরব হয়েছেন স্কুল শিক্ষকরা৷ রাজ্যের শিক্ষকদের মধ্যে বিতর্ক তৈরি হলেও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, স্কুলের জন্য এমন কোনও পরিকল্পনা নেই সরকারের৷ আর তা নিয়েই এখন স্কুল শিক্ষকদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে৷ শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পর শিক্ষকদের একাংশ প্রশ্ন

স্কুল শিক্ষকদের অবসরের মেয়াদ বাড়াতে কী বললেন শিক্ষামন্ত্রী?

কলকাতা: অধ্যাপকদের অবসরের বয়স ৬৫ করে দেওয়ার ঘোষণা করার সঙ্গে সঙ্গেই এবার এ নিয়ে সরব হয়েছেন স্কুল শিক্ষকরা৷ রাজ্যের শিক্ষকদের মধ্যে বিতর্ক তৈরি হলেও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, স্কুলের জন্য এমন কোনও পরিকল্পনা নেই সরকারের৷ আর তা নিয়েই এখন স্কুল শিক্ষকদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে৷

শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পর শিক্ষকদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন, অধ্যাপকরা সুযোগ পেলে, কেন পাবেন না শিক্ষকরা? রাজ্যে কি অধ্যাপক কম পড়েছে? শিক্ষকদের একটা বড় অংশই চাইছে, অধ্যাপকদের পাশাপাশি তাঁদেরও অবসরের বয়স বৃদ্ধি করা হোক৷

এর আদগে আগেও একাধিক শিক্ষক সংগঠনের তরফে শিক্ষকদের অবসরের বয়স অন্তত ৬২ করার দাবি জানানো হয়েছিল৷ বাম আমলে শিক্ষকদের অবসরের বয়স ৬৫ থেকে কমিয়ে ৬০ করা হয়৷ তখন বাম সরকারের সিদ্ধান্তের বিরোধীতা করেছিল বর্মতানের শাসকদল৷ অথচ এখন তার কেন এটা কার্যকর করছে না? প্রশ্ন শিক্ষকদের একাংশের৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + seventeen =