কলকাতা: দীর্ঘ লড়াই আন্দোলনের পর অবশেষে প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধি দাবি মানতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী সঙ্গে দেখা করে PRT স্কেল দাবি জানিয়ে এলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী৷
সূত্রের খবর, এদিন বাম পরিষদীয় নেতা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করে ফোন করেন৷ শিক্ষামন্ত্রীকে ফোন করে সাক্ষাতের সময়ও চেয়ে নেন৷ পরে শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে SSC-র অনশনে মঞ্চে গিয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলার আর্জি জানান৷ একই সঙ্গে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রসঙ্গও তোলেন৷ বেশ কিছু সময় ধরে চলে আলোচনা৷
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সুজনবাবুর জানান, রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছে, যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো সংশোধনের বিষয়টিকে তিনিও সমর্থন করেন৷ রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষকদের যেখানে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হতে হয়েছে ও দু’বছরের বাধ্যতামূলক ডিপ্লোমা সম্পূর্ণ করতে হয়েছে, সেখানে কেন তাঁদের বেতনকাঠামো উন্নত হবে না? প্রশ্ন তোলেন সুজব৷ সুজনবাবুর এই প্রশ্নে শিক্ষামন্ত্রী সহমত পোষণ করেন বলে সূত্রে খবর৷
শিক্ষকদের দাবি, ২০০৪ সাল থেকে ২০১০ সালের মধ্যে প্রাথমিক স্কুলে চাকরি পেয়েছিলেন৷ রাজ্য সরকারের সেই সময়কার নিয়ম অনুযায়ী প্রাথমিক শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতা ছিল মাধ্যমিক৷ পরে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের বিজ্ঞপ্তি জারি করে জানায়, প্রাথমিক স্কুলে চাকরি পেতে গেলে ন্যূনতম যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক পাশ হতেই হবে৷ থাকতে হবে দু’বছরের শিক্ষণ প্রশিক্ষণ৷ ২০১২-য় রাজ্য এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে৷ কিন্তু নিয়ম মেনে যোগ্যতা বাড়লেও পরবর্তী কালে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত ৯৩০০ থেকে ৩৪৮০০ টাকা বেতনহার তাঁদের দেওয়া হচ্ছে না৷ আর এরই প্রতিবাদে বারংবার রাজপথে নামেন কয়েক হাজার শিক্ষক৷