কলকাতা: প্রায় ৬ ঘণ্টার ব্যবধানে বদলে গেল রাজ্যে সরকারি ও বেসরকারি অফিস খোলার বিধি৷ আজ বিকেল চারটে নাগাদ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী রাজ্যে সরকারি ও বেসরকারি অফিস খোলার বিষয়ে ১০০% হাজিরা চালু করার পক্ষে সওয়াল করেছিলেন৷ আজ রাত ন’টা ২১ মিনিটে ৩টি ট্যুইট বার্তায় অফিস খোলার নয়া বিধি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ১০০ শতাংশের আগের ঘোষণা বদলে যতটা সম্ভব বাড়ি থেকেই কাজ করানোর পরামর্শও দিয়েছেন তিনি৷
আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, ৮ জুন থেকে রাজ্য সরকারি ও বেসরকারি সমস্ত অফিস ১০০% কর্মী দিয়ে কাজ চালিয়ে যেতে পারবে৷ কিন্তু মুখ্যমন্ত্রী এই ঘোষণা ঘিরে নানান প্রশ্ন তুলতে শুরু করেছিলেন বিরোধীরা৷ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী অফিস খুলে দেওয়ার কথা বলছেন৷ কিন্তু ট্রেন-মেট্রো না চললে কর্মীরা যাবেন কীভাবে? রাজ্য সরকারের এই ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী৷
চতুর্থ দফায় লকডাউনের মধ্যেই ১০০% কর্মী দিয়ে অফিস চালানোর ছাড়পত্র দেওয়ার ঘোষণা ঘিরে রাজ্যজুড়ে বেশ বিতর্ক তৈরি হয়৷ এবার সেই বিতর্ক ঠেকাতে আজ রাতেই তিনটি ট্যুইট করে নিজেদের অবস্থান জানান মুখ্যমন্ত্রী৷
With multiple crises in the state, we’ve decided to increase State Government workforce capacity from 50% to 70%. Continuation of restoration work is one of the top priorities & this workforce increase will ensure that public services are uninterrupted and unhindered. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) May 29, 2020