PSC: ৭,২২৭ শূন্যপদে ৫৫ হাজার প্রার্থীর নাম ঘোষণা! শুরু নথি যাচাই প্রক্রিয়া

PSC: ৭,২২৭ শূন্যপদে ৫৫ হাজার প্রার্থীর নাম ঘোষণা! শুরু নথি যাচাই প্রক্রিয়া

কলকাতা: পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশনের ২০১৯ সালের ক্লার্ক শিপ পার্ট-11 পরীক্ষায় সফলদের টাইপিং টেস্টের তালিকা প্রকাশিত হল ৷ মোট শূন্যপদের ১.৪ গুন (১:১.৪) প্রার্থীর নাম ধরে ৯,৬৯৩ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে৷ এইসব প্রার্থীদের প্রথমে টাইপিং টেস্টের জন্য ডকুমেন্টেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে৷ যাঁদের নাম এই তালিকায় আছে, তাদের নিচের এই সব প্রমাণপত্র গ্রুপ-এ অফিসারকে দিয়ে অ্যাটেষ্টেড করে স্ক্যান করে আপলোড করতে হবে এই ওয়েবসাইটে :https://wbpsc.examsonline.co.in ৷

যে সব প্রমাণপত্র আপলোড করতে হবে–

১৷ সম্প্রতি তোলা পাশফোট মাপের রঙিন ফটো

২৷ আধার কার্ড,ভোটার কার্ড, পাশপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ৷

৩৷ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

৪৷ মাধ্যমিকের মাকর্শিট ও সার্টিফিকেট

৫৷ কাস্ট সার্টিফিকেট

৬৷ ও.বি.সি-দের বেলায় নন-ক্রিমিলিয়ার (এন.সি.এল.) সার্টিফিকেট

৭৷ মেধাবী খেলোয়াড়/ প্রাঃসঃকঃ-দের বেলায় উপযুক্ত সার্টিফিকেট

৮৷ প্রতিবন্ধী সার্টিফিকেট

৯৷ অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশন ফর্ম (ওয়েবসাইট থেকে প্রিন্ট করে নেবেন) ৷

ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে এই সব স্ক্যান করা প্রমাণ পত্র আপলোড করতে হবে ৫ জানুয়ারির মধ্যে৷ কোন প্রার্থী ঐ সব প্রমানপত্র আপলোড না করলে তার প্রার্থীপদ বাতিল হবে৷ টাইপিং টেষ্ট জানুয়ারির শেষ সপ্তাহ না হলে ফেব্রুয়ারিতে শুরু হবে৷ 

২০১৯ সালের ক্লার্ক শিপ পার্ট-11 পরীক্ষার প্রথম পর্যায়ের ফল প্রকাশিত এই বছরের ২৪ সেপ্টেম্বর৷ ওই তালিকায় নাম ছিল ৬,৮৬২ জন প্রার্থীর ৷ ফল বেরোনোর কিছুক্ষণ পর সোশ্যাল মিডিয়ায় পি.এস.সি.অফিসে ফোন করে ও ই মেল করে অভিযোগ জানায়৷ তাদের অভিযোগ ছিল ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও তাঁদের নাম তালিকায় না থাকার জন্য ও শূন্যপদ অনুযায়ী তালিকা না বেরোনোর জন্য৷ পি.এস.সি. তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ওই তালিকা ওয়েবসাইট থেকে তুলে নেয় ও ওই তালিকা বাতিল ঘোঘণা করে৷ পি.এস.সি.তারপর রিভাইজড তালিকা বের করে ৩০ সেপ্টেম্বর৷ ওই তালিকায় নাম প্রকাশ করা হয় ৫৫,০৫৬ জন প্রার্থীর৷ এখন ওই তালিকা থেকে ৯,৬৯৩ জনের নামের তালিকা প্রকাশ করে ১৬ ডিসেম্বর৷ প্রত্যেক প্রার্থীর পার্ট-1 ও পার্ট-11 পেপারে পাওয়া নম্বর গড় করে রেঙ্ক অনুযায়ী তালিকা দেওয়া হয়েছে৷ যে সব প্রার্থীর গড় নম্বর একই, তাঁদের ক্ষেত্রে পার্ট-11তে পাওয়া নম্বর, পার্ট-11 এর ইংরাজি বিষয়ে পাওয়া নম্বর ও বয়সের সিনিয়ারিটি দেখে টাইপিং টেস্টে ডাকা হবে৷ মোট শূন্যপদ আছে ৭,২২৭টি৷ এর মধ্যে ২,৯৭১টি, তঃজাঃ১৪০৬, তঃউঃজাঃ৪৩০টি, ও.বি.সি-এ ক্যাটাগরি ৭১৬টি, ও.বি.সি-বি ক্যাটাগরি ৫০৫টি, প্রতিবন্ধী(এল.ভি.)-১২০, প্রতিবন্ধী (এল.ডি.সি.পি.)-৮৯টি প্রতিবন্ধী (বর্ধির)-১০৯, মেধাবী খেলোয়াড়-১৮৬, তঃজাঃ(এল.ডি.সি.পি)-৬০টি, প্রাঃসঃকঃ ৪৭৬টি, প্রাঃসঃকঃ(তঃজাঃ)-১৫৯টি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + twenty =