কলকাতা: করোনা আবহে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শোনাল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন৷ ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষার ফল প্রকাশের পাশাপাশি পার্ট টু পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে পিএসসি৷ চলতি বছরের শুরুতে ২৫ জানুয়ারি এই পরীক্ষা হয়েছিল৷ চার মাসের ব্যবধানে সেই ফল প্রকাশিত হয়েছে৷
আরও পড়ুন- সুখবর! ৮টি নিয়োগ পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ SSC-র, পড়ুন বিস্তারিত
চলতি মাসে কমিশনের তরফে ৮টি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে৷ আগামী ২৭ সেপ্টেম্বর ২০১৯ সালের ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষা হওয়ার কথা৷ তবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে, সেবিষয়ে পরবর্তী সূচি প্রকাশ করবে কমিশন৷
আরও পড়ুন- ৫০ হাজার বেকার যুবক-যুবতীকে বিনামূল্যে অনলাইন প্রশিক্ষণ দেবে রাজ্য
চলতি বছরের ২৫ জানুয়ারি ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষা নেয় কমিশন৷ ফেব্রুয়ারিতে উত্তরপত্র প্রকাশ করেছিল কমিশন৷ এরপর করোনা আবহে প্রকাশিত হল ফলাফল৷ সফল প্রার্থীরা ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষায় বসতে পারবেন৷ কারা সেই পরীক্ষায় ডাক পেলেন, তাঁদের তালিকা প্রকাশ করা হয়েছে৷
আরও পড়ুন- ৮০০ শূন্যপদে কর্মী নিয়োগ করবে CRPF
কীভাবে ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষার ফল দেখবেন? কমিশনের তরফে জানানো হয়েছে, wbpsc.gov.in অথবা pscwbapplication.in ওয়েবসাইট থেকে সরাসরি ফল দেখা যাবে৷ সেখাবে Clerk 1 রেজাল্ট ২০১৯ লিঙ্কে ক্লিক করলে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে৷ সেখানে ক্লার্কশিপের পার্ট টু পরীক্ষায় বসার যোগ্যতা করা ছিনিয়ে নিয়েছেন, তাঁদের রোল নম্বর অনুযায়ী তালিকা দেখা যাবে৷ রেজাল্ট ভবিষ্যতের জন্য ডাউনলোড করা যাবে৷ http://pscwbapplication.in/pdf20/QUALIFIED_ROLL_NO_WISE_LIST.pdf এই লিঙ্ক থেকে সরাসরি তালিকা দেখা যাবে৷