Aajbikel

৪৫ শতাংশ নম্বর থাকলেই বসা যাবে টেট পরীক্ষায়, নয়া বিজ্ঞপ্তি পর্ষদের

 | 
চাকরি

কলকাতা: সম্প্রতি প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল৷ পরীক্ষায় বসার যোগ্যতা নিয়ে আরও একটি বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার নতুন করে জারি করা পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতকস্তরে ৪৫ শতাংশ নম্বর থাকলেই টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট)-এ বসা যাবে। এই নিয়ম জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর আগে অবশ্য পর্ষদ জানিয়েছিল, টেট-এ বসতে হলে স্নাতকে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) থাকা বাধ্যতামূলক।

আরও পড়ুন- টানা সাড়ে ১০ ঘণ্টা জেরা! তাতেও মিলল না টাকার হিসেব, নথি সহ আজ ফের ইডির তলব তাপসকে

রিজার্ভ ক্যাটেগরির পরীক্ষার্থীরাও টেট পরীক্ষা দিতে পারবেন৷  তবে পরীক্ষার্থীকে বিএড কোর্সের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সেই সঙ্গে স্নাতকস্তরে ৪০ শতাংশ নম্বর থাকলেই পরীক্ষায় বসচে পারবেন রিজার্ভ ক্যাটেগরির সেই চাকরিপ্রার্থীরা৷ পর্ষদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০১০ সালের ২৩ অগাস্টের আগে যাঁরা স্নাতক-সহ বিএড ডিগ্রি পেয়েছেন, তাঁরাই রিজার্ভ ক্যাটেগরিতে পরীক্ষা দিতে পারবেন৷ 

উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণিতে নিয়োগের জন্য টেট পরীক্ষা নেওয়া হবে৷ পুজোর আগেই এই ঘোষণা করেছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি জানিয়েছিলেন, টেট-এর মাধ্যমে প্রাথমিকের ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। 

Around The Web

Trending News

You May like