প্রায় ১০০০ পদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ

প্রায় ১০০০ পদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ

 কলকাতা: কলকাতা পুলিশে প্রচুর নিয়োগ৷ প্রায় ১০০০ পদে নিয়োগ করা হবে৷ রাজ্যে একাধিক নয়া থানা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেই সকল থানার জন্যেই এই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে৷ 

আরও পড়ুন- নিয়োগ বন্ধের নির্দেশ! ফের মামলার গেরোয় উচ্চ প্রাথমিক নিয়োগ

মঙ্গলবার রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে নব গঠিত থানাগুলিতে নিয়োগ সংক্রান্ত আলোচনা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে  আটটি থানা এবং তিনটি ফাঁড়ি তৈরির পরিকল্পনা করা হয়েছে৷ এই থানা এবং ফাঁড়িতে পূর্ণ সময় এবং আংশিক মিলিয়ে প্রায় ৮০০ শূন্যপদ তৈরি হবে। পাশাপাশি বেশ কিছু ফাঁড়িকে থানায় পরিণত করার বিষয়েও আলোচনা হয়েছে। সেখানেও বিভিন্ন পদ মিলিয়ে প্রায় ১,০০০ নিয়োগ করা হবে বলে সূত্রের খবর। যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি এখনও কিছু জানানো হয়নি।

চলতি বছরের গোড়ায় পশ্চিমবঙ্গ পুলিশ ৯,৭২০টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড। কনস্টেবল, সাব-ইন্সপেক্টর-সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল৷ পরে পশ্চিমবঙ্গ বিপর্যয় মোকাবিলা দফতরের সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের আওতায় অগ্রগামী (পশ্চিমবঙ্গ সিভিল এমার্জেন্সি ফোর্স এবং ওয়াটার উইং সিভিল ডিফেন্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷ এর পর আজ বুধবার পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশনের আওতায় ওয়ারলেস অপারেটর পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হল৷ আগামী ২১ নভেম্বর পরীক্ষা নেওয়া হবে৷ বেলা ১২ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে৷ পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে প্রার্থীরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *