জল-মিষ্টি বয়কট, গিটার বাজিয়ে অনশন মঞ্চে জন্মদিন পালন, কেঁদেই ফেললেন শিক্ষক

কলকাতা: শিক্ষামন্ত্রীর হুঁশিয়া৷ তারপর জুটল মুখ্যমন্ত্রীর কড়া ভাষায় হুংকার৷ রাজ্যের চোখ রাঙানি উপেক্ষা করে চলছে শিক্ষক বিদ্রোহ৷ টানা ৮ দিন ধরে রাজপথে অনশন চালিয়ে যাচ্ছেন ১৮ জন শিক্ষক৷ টানা ৯ দিন ধরে লাগাতার চলছে শিক্ষরদের ধর্না৷ পরিবার ছেড়ে রাজপথেই দিন কাটাতে বাধ্য হয়েছেন তাঁরা৷ অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেও চলতে থাকা অনশন মঞ্চে এবার পালিত হল অনশনরত

জল-মিষ্টি বয়কট, গিটার বাজিয়ে অনশন মঞ্চে জন্মদিন পালন, কেঁদেই ফেললেন শিক্ষক

কলকাতা: শিক্ষামন্ত্রীর হুঁশিয়া৷ তারপর জুটল মুখ্যমন্ত্রীর কড়া ভাষায় হুংকার৷ রাজ্যের চোখ রাঙানি উপেক্ষা করে চলছে শিক্ষক বিদ্রোহ৷ টানা ৮ দিন ধরে রাজপথে অনশন চালিয়ে যাচ্ছেন ১৮ জন শিক্ষক৷ টানা ৯ দিন ধরে লাগাতার চলছে শিক্ষরদের ধর্না৷ পরিবার ছেড়ে রাজপথেই দিন কাটাতে বাধ্য হয়েছেন তাঁরা৷ অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেও চলতে থাকা অনশন মঞ্চে এবার পালিত হল অনশনরত শিক্ষকের জন্মদিন পালন৷ পরিবার ছেড়ে ভুখা পেটে নিজের সহকর্মীদের সঙ্গে জন্মদিন পালন করতে গিয়ে শিশুর মতো কেঁদে উঠলেন পিন্টু মোদক৷

প্রাথমিক শিক্ষকদের অরাজনৈতিক সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য গৌতম সাহা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘আজ আমাদের সবার প্রিয় অনশনকারী শিক্ষক পিন্টু মোদকের জন্মদিন৷ তাঁর জন্মদিনে আমাদের হার্দিক শুভেচ্ছা রইল৷ তাঁর এই সুখের দিনে সমস্ত প্রাথমিক শিক্ষকসম্প্রদায় তোমাকে কুর্নিস করছে৷ প্রাথমিক সমাজের প্রতি দীর্ঘ বঞ্চনা ও অসম্মানের অবসানে তোমার দৃঢ়চেতা ও সাহসী ভূমিকা চির স্বরণীয় হয়ে থাকবে৷ আমাদের ও তাঁর কাছে দিনটা বড়ই বেদনার৷ কারণ অনশন করে থাকায় আমরা তোমাকে একটুও কেক বা মিষ্টি খাওয়াতে পারিনি৷ তবে, গিটারের সুরে জন্মদিনের গানে তোমাকে আমরা শুভেচ্ছা জানালাম৷ সেই দৃশ্য ছিল বড়ই আবেগের৷ অনেকেই চোখে জল ধরে রাখতে পারল না৷ তবে তোমার এই আত্মত্যাগ একদিন আমরা সুদে আসলে পুষিয়ে দেবই, কথা দিচ্ছি৷ আজ যাদের জন্য তোমার চোখে মুখে হাসির পরিবর্তে জল নেমে এল, সমগ্র প্রাথমিক শিক্ষক সমাজ তাঁদেরকে কোনও দিনই ক্ষমা করতে পারবে না। তোমার দীর্ঘ জীবন কামনা করি ও জীবনে সমৃদ্ধি কামনা করি। দ্রুত অনশন শেষ করে বাড়িতে পরিবারের কাছে ফিরে যাও এই কামনা করি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − six =