সিভিল সার্ভিস পরীক্ষার দিতে চান? শুরু আবেদন, বিজ্ঞপ্তি UPSC-র

সিভিল সার্ভিস পরীক্ষার দিতে চান? শুরু আবেদন, বিজ্ঞপ্তি UPSC-র

নয়াদিল্লি:  নতুন বছরের দ্বিতীয় মাস থেকে শুরু হল ২০২০ সালের কেন্দ্রীয় সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার আবেদন৷ কেন্দ্রীয় সিভিল সার্ভিস কমিশন বা  ইউপিএসসি ওয়েবসাইট থেকে করা যাবে আবেদন৷ নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি আবেদন করতে পারবেন৷

ইউপিএসসিয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার জন্য আগামী ৩ মার্চ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবেদন অনলাইনে জমা দেওয়া যাবে৷ পরীক্ষা হবে আগামী ৩১ মে৷
আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ২১ বছর৷ আগামী ১ অগস্ট অনুযায়ী প্রার্থীর বয়স হতে কোনও ভাবেই ৩২ বছর হওয়া চলবে না৷ ১৯৮৮ সালের ২ অগস্ট থেকে ১৯৯৯ সালে ১ অগস্টের মধ্যে হতে হবে প্রার্থীর বয়স৷

তবে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় পাবেন৷ শারীরিক সক্ষম প্রার্থীরাও বয়সের ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন৷ প্রাক্তন সেনাকর্মীরা বয়সের ছাড় পাবেন৷ নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি আবেদন করতে পারবেন৷ -https://upsconline.nic.in/mainmenu2.php

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *