কলকাতা: মিলছে না চাকরি৷ তার উপর রয়েছে নিয়োগে গুচ্ছ দুর্নীতি৷ আর তার জেরে থমকে বাংলার চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ! যদিও প্রায় ৩৩ হাজার শূন্যপদে নিয়োগ করার আশ্বাস রাজ্যের তরফে দেওয়া হলেও আদতে তা কতটা কার্যকর হবে সেই নিয়েই এবার প্রশ্ন তুলতে নবান্ন অভিযান শুরু বাম যুব-ছাত্র সংগঠনের৷ চাকরির দাবি জানিয়ে নবান্ন ঘোরাও কর্মসূচি ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা৷
চাকরির আবেদনপত্র হাতে নবান্ন অভিযান অংশ নিতে চলেছেন উত্তর-দক্ষিণ বঙ্গের কয়েক হাজার চাকরিপ্রার্থী৷ বিভিন্ন প্রান্ত থেকে যুব-ছাত্রদের অভিযান শুরু হয়েছে৷ চাকরি ও বেকার ভাতার দাবিতে নবান্ন অভিযানে নেমেছে বাম যুব-ছাত্র সংগঠন৷ নবান্ন অভিযান ঘিরে শুরু হয়েছে তৎপরতা৷ সিঙ্গুর থেকে ডানকুনি পর্যন্ত আজ পদযাত্রা আয়োজন করা হয়েছে৷ প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বৃষ্টি মাথায় শুরু হয়েছে মিছিল৷ আজ মিছিল করে তারা হাওড়া স্টেশনে জমায়েত করবেন৷ তারপর আগামীকাল নবান্ন ঘেরাও কর্মসূচি রয়েছে৷