কলকাতা: বাংলার দোরগোড়া চলে এল পুজো৷ অপেক্ষা আর মাত্র ৯৯ দিন৷ গতবারের পুজোয় ছিল লম্বা ছুটি৷ গতবছর চতুর্থী ও পঞ্চমী সপ্তাহ শেষে পড়ায় পুজোর ছুটি পড়েছিল চতুর্থী থেকেই৷ এবার অবশ্য ক্যালেন্ডারে বেশ কিছু পরিবর্তন রয়েছে৷ এবার দেখেনিন, চলতি পুজোর নির্ঘণ্ট৷
এবারের পুজোর ছুটির তালিকায় শনি-রবিবার পড়লেও ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি পাওয়া যাবে৷ ২ অক্টোবর, মঙ্গলবার গান্ধী জয়ন্তী৷ ৩ অক্টোবর, বুধবার পঞ্চমী৷ ৪ অক্টোবর, শুক্রবার ষষ্ঠী৷ ৫ অক্টোবর শনিবার সপ্তমী৷ ৬ অক্টোবর রবিবার অষ্টমী৷ ৭ অক্টোবর সোমবার নবমী৷ ৮ অক্টোবর দশমী৷ তবে, পুজো তো এখন আর দশমীতেই শেষ হয় না৷ রয়েছে রাজ্য সরকারের কার্নিভাল৷ সেটা শেষ হতে হতে ১৩ অক্টোবরের লক্ষ্মীপুজো শুরু হয়ে যাবে৷ তবে, এবার লক্ষ্মীপুজো পড়েছে রবিবারে৷ কালীপুজো ২৭ অক্টোবর, রবিবার পড়েছে৷ ভাইফোঁটা ২৯ অক্টোবর, মঙ্গলবার হওয়ায় এবার অনেকেই ফোঁটা পাবেন না৷ কারণ শনিবার ও মঙ্গলবার ফোঁটা পড়লে তা এখনও তা এড়িয়ে চলেন৷ এবার মহালয়া পড়েছে ২৯ সেপ্টেম্বর, রবিবার৷ ফলে এবারের মহালয় জমিয়ে দিতে পারে পুজোর আগের ররিবারের ছুটির দিন৷