অপেক্ষার ৫০ দিন, দেখুন এবারের পুজোর ছুটির তালিকা

কলকাতা: বাংলার দোরগোড়া চলে এল পুজো৷ অপেক্ষা আর মাত্র ৫০ দিন৷ গতবারের পুজোয় ছিল লম্বা ছুটি৷ গতবছর চতুর্থী ও পঞ্চমী সপ্তাহ শেষে পড়ায় পুজোর ছুটি পড়েছিল চতুর্থী থেকেই৷ এবার অবশ্য ক্যালেন্ডারে বেশ কিছু পরিবর্তন রয়েছে৷ এবার দেখেনিন, চলতি পুজোর নির্ঘণ্ট৷ এবারের পুজোর ছুটির তালিকায় শনিবার ও রবিবার পড়লেও ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত পুজোর

অপেক্ষার ৫০ দিন, দেখুন এবারের পুজোর ছুটির তালিকা

কলকাতা: বাংলার দোরগোড়া চলে এল পুজো৷ অপেক্ষা আর মাত্র ৫০ দিন৷ গতবারের পুজোয় ছিল লম্বা ছুটি৷ গতবছর চতুর্থী ও পঞ্চমী সপ্তাহ শেষে পড়ায় পুজোর ছুটি পড়েছিল চতুর্থী থেকেই৷ এবার অবশ্য ক্যালেন্ডারে বেশ কিছু পরিবর্তন রয়েছে৷ এবার দেখেনিন, চলতি পুজোর নির্ঘণ্ট৷

এবারের পুজোর ছুটির তালিকায় শনিবার ও রবিবার পড়লেও ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি পাওয়া যাবে৷ ২ অক্টোবর, মঙ্গলবার গান্ধী জয়ন্তী৷ ৩ অক্টোবর, বুধবার পঞ্চমী৷ ৪ অক্টোবর, শুক্রবার ষষ্ঠী৷ ৫ অক্টোবর শনিবার সপ্তমী৷ ৬ অক্টোবর রবিবার অষ্টমী৷ ৭ অক্টোবর সোমবার নবমী৷ ৮ অক্টোবর দশমী৷ তবে, পুজো তো এখন আর দশমীতেই শেষ হয় না৷ রয়েছে রাজ্য সরকারের কার্নিভাল৷

সেটা শেষ হতে হতে ১৩ অক্টোবরের লক্ষ্মীপুজো শুরু হয়ে যাবে৷ তবে, এবার লক্ষ্মীপুজো পড়েছে রবিবারে৷ কালীপুজো ২৭ অক্টোবর, রবিবার পড়েছে৷ ভাইফোঁটা ২৯ অক্টোবর, মঙ্গলবার হওয়ায় এবার অনেকেই ফোঁটা পাবেন না৷ কারণ শনিবার ও মঙ্গলবার ফোঁটা পড়লে তা এখনও তা এড়িয়ে চলেন৷ এবার মহালয়া পড়েছে ২৯ সেপ্টেম্বর, রবিবার৷ ফলে এবারের মহালয় জমিয়ে দিতে পারে পুজোর আগের ররিবারের ছুটির দিন৷

চলতি বছরের শেষ তৃতীয় ত্রৈমাসিকের ছুটির তালিকা৷ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ২৯ দিন ছুটি রয়েছে৷ যদিও, আগেই এই তালিকা প্রকাশ করেছে শিক্ষা দপ্তর৷ কিন্তু, সামনেই পুজো৷ কিছু দিন পর থেকেই শুরু হয়ে যাবে উৎসবের মরসুম৷ ফলে, উৎসব শুরু হওয়ার আগে এবার একনজরে দেখেনিন, বছর শেষের তিন মাসের ছুটির তালিকা৷

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উপসচিব শিক্ষা পার্থ কর্মকারের সই করা গত নভেম্বরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর মহরম মঙ্গলবার ছুটি ঘোষণা হয়েছে৷ এরপর মহালয়া উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর শনিবার ছুটি দেয়া হয়েছে৷ গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ২ অক্টোবর বুধবার ছুটি৷ দুর্গাপুজোয় পঞ্চমী থেকে ভাতৃদ্বিতীয়া পর্যন্ত টানা ২৩ দিনের ছুটি মিলবে৷ ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে৷ এরপর ছট পুজো ২ নভেম্বর শনিবার ছুটি৷ গুরু নানকের জন্মদিনে ১২ নভেম্বর মঙ্গলবার ছুটি দেয়া হয়েছে৷ এরপর বড়দিন ২৫ ডিসেম্বর বুধবার ছুটি দেওয়া হয়েছে৷

অপেক্ষার ৫০ দিন, দেখুন এবারের পুজোর ছুটির তালিকাতবে, ছুটি দেওয়া হলেও কোনও ভাবেই মোট ছুটি ৬৫ দিনের বেশি করা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ কবি ভানুভক্তের জন্মদিন ১৩ জুলাই ছুটি শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য৷ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষক দিবস পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বিদ্যাসাগরের জন্মদিন ২৬ সেপ্টেম্বর পালনের নির্দেশ জারি করা হয়েছে৷ পালনীয় দিনগুলিতে সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে৷

এই ছুটির তালিকা ২০১৯ শিক্ষাবর্ষে একটি নমুনা তালিকা দেওয়া হয়েছে৷ এই তালিকায় মোট ৬৫ দিন উল্লেখ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার বিশেষ বিশেষ এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলির ভৌগোলিক বৈশিষ্ট্য, আঞ্চলিক উৎসব, প্রথা, প্রাকৃতিক দুর্যোগ জনিত ঘটনা অনুযায়ী ছুটির দিন পরিবর্তন হতে পারে ও বিদ্যালয় পরিচালন সমিতির অনুমতি দিতে হবে৷ কিন্তু মোট ছুটির দিন সংখ্যা বছরে কোন ভাবেই ৬৫ দিনের বেশি করা যাবে না বলেও জানানো হয়েছে৷ মাধ্যমিক পরীক্ষার জন্য ৯ দিন ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ১৩ দিন ধার্য করতে হবে৷ সেইজন্য যে বিদ্যালয়গুলিতে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হবে সেই বিদ্যালয়গুলির কার্যকারী দিন হবে ২৩৬-৯ মোট ২২৭ দিন ও যে বিদ্যালয়গুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হবে তার মোট কার্যকাল দিন ২৩৬-১৩ মোট ২২৩ দিন করতে বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =