কলকাতা: তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করা হয়েছে, অ্যাড হক বোনাস দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নের তরফে একটি বিবৃতি প্রকাশ করে এমন জানানো হয়েছে৷ এবার এই তালিকায় যুক্ত হলেন রাজ্যের ভোকেশনাল শিক্ষক এবং প্রশিক্ষকরা৷
জানা গিয়েছে, চলতি বছর থেকে রাজ্যের ভোকেশনাল শিক্ষক ও প্রশিক্ষকরা উৎসব ভাতা পাবেন৷ ২০২১ সালে বড় উৎসবের আগে এই ভাতা দেওয়া হবে৷ তাঁরা এক কালীন ৪৫০০ টাকা উৎসব ভাতা হিসেবে পাবেন৷ প্রায় ১৪ বছর পর এই সুযোগ আসছে বলে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তী৷ তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বুধবার দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে৷ আগামী বছর থেকে সবাই একই হারে উৎসব ভাতা পাবেন আশ্বাস দিয়েছেন মন্ত্রী৷ গত মঙ্গলবার কারিগরি শিক্ষা দফতরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বলে খবরে প্রকাশ৷
নবান্নে তরফে আগেই জানানো হয়েছে, উৎসব ভাতা হিসেবে বোনাস দেওয়া হবে সরকারি কর্মীদের৷ সর্বনিম্ন সাড়ে চার হাজার থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত অ্যাডহক বোনাস দেওয়া হবে৷ বেতন ৩৬ হাজার টাকার কম হলে মিলবে ৪,৫০০ টাকা৷ ৩৬ থেকে ৪৫ হাজারের মধ্যে বেতন যাঁদের, তাঁরা ১২ হাজার টাকা অগ্রিম বেতন পাবেন৷ যা আগামী ১০ মাসের মধ্যে শোধ করতে হবে সরকারি কর্মচারিদের৷ এ ছাড়াও পেনশনভোগীদের জন্য এককালীন আড়াই হাজার টাকার ভাতা ঘোষণা করা হয়েছে৷ মুসলিম কর্মচারীরা ইদের আগেই আবেদন করতে পারবেন এই বোনাসের জন্য৷ অমুসলিমদের ক্ষেত্রে আবেদনের সময়সীমা ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে৷