কলকতা: সাংসদের শপথ অনুষ্ঠানে লোকসভার উঠেছিল ‘জয় শ্রীরাম’, ’জয় হিন্দ’, ‘আল্লাহু আকবারে’র মতো ধর্মীয় স্লোগান৷ এবার, খোদ রাজ্য বিধানসভায় সেই একই কাণ্ড ঘটনায় শাসক দলের বিধাককে ধমক দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ আজ, বিধানসভায় শপথ নেন রাজ্য বিধানসভায় নবনির্বাচিত ৮ বিধায়ক৷ শপথ অনুষ্ঠানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেই সতর্ক করে দিয়েছিলেন, বিমান বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, কোথায় কী? এড়ানো গেল না ‘জয় শ্রীরাম’-’জয় হিন্দ’ ধ্বনি৷
লোকসভার পর রাজ্য বিধানসভায় জয় শ্রীরাম ও জয় হিন্দ ধ্বনি নিয়ে একপ্রস্থ রেষারেষি বেঁধে যায় নবনির্বাচিত ৮ বিধায়কদের মধ্যে৷ এদিন শপথের আগেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট জানিয়ে দেন, শপথ বাক্যের বাইরে কোনও অসাংবিধানিক কোনও শব্দ ব্যবহার করতে পারবেন না বিধায়করা৷ কিন্তু, স্পিকারের নির্দেশ উড়িয়ে ভরতপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু শপথ শেষে জয় শ্রীরাম ধনি দেন৷ স্পিকার বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেন৷ এর পরই শপথ নিতে ওঠেন উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি৷ বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ নেওয়ার পর জয় হিন্দ ধ্বনি দেন ইদ্রিশ আলি৷ তখনই বিমান বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেন৷ তৃণমূল বিধায়ককে দেন ধমক৷ ইদ্রিশ অবশ্য ক্ষমা চেয়ে বিষয়টিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন৷ মনে থেকে জয় হিন্দ ধ্বনি চলে এসেছে, দাবি বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর৷