বেতন বৃদ্ধির ঘোষণার আগেই ‘বিজয় মিছিল’ প্রাথমিক শিক্ষক সমিতির!

কলকাতা: প্রাথমিক শিক্ষকদের পে স্কেল বৃদ্ধির দাবিতে জানিয়ে শহর কলকাতায় মিছিল করে পুলিশি তাণ্ডবের শিকার হতে হয়েছিল বাংলার কয়েক হাজার শিক্ষককে৷ প্রাথমিক শিক্ষকদের মিছিল রুখতে নামানো হয়েছিল পুলিশ৷ ছোড়া হয়েছিল জলকামান৷ করা হয়েছিল গ্রেপ্তার৷ এবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মিছিলে চলল সশব্দে৷ পুলিশি বাধা তো দূর, দেওয়া হল পাহাড়া৷ আজ, বুধবার প্রাথমিক শিক্ষকদের পে স্কেল

বেতন বৃদ্ধির ঘোষণার আগেই ‘বিজয় মিছিল’ প্রাথমিক শিক্ষক সমিতির!

কলকাতা: প্রাথমিক শিক্ষকদের পে স্কেল বৃদ্ধির দাবিতে জানিয়ে শহর কলকাতায় মিছিল করে পুলিশি তাণ্ডবের শিকার হতে হয়েছিল বাংলার কয়েক হাজার শিক্ষককে৷ প্রাথমিক শিক্ষকদের মিছিল রুখতে নামানো হয়েছিল পুলিশ৷ ছোড়া হয়েছিল জলকামান৷ করা হয়েছিল গ্রেপ্তার৷ এবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মিছিলে চলল সশব্দে৷ পুলিশি বাধা তো দূর, দেওয়া হল পাহাড়া৷ আজ, বুধবার প্রাথমিক শিক্ষকদের পে স্কেল বৃদ্ধি-সহ সরকারের একাধিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল করে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি৷

পে স্কেল বৃদ্ধিসহ শিক্ষকদের উন্নয়নের একাধিক যে প্রস্তাব পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেছে, সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়েছে৷ প্রাথমিক শিক্ষকদের উন্নয়নের জন্য একাধিক যে সিদ্ধান্ত গ্রহণ করার কাজ চলছে, সেই সিদ্ধান্ত তারা খুশি৷ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে করা হয় মিছিল৷

কিন্তু প্রশ্ন উঠছে, শিক্ষকদের দীর্ঘ দিনের দাবি দাওয়া আদায় করতে গিয়ে এর আগে বারংবার আক্রান্ত হয়েছেন শিক্ষকদের একাংশ৷ উস্তি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের লাগাতার আন্দোলন, তার জেরে বদলি, হুঁশিয়ারি পর যখন সরকার বাধ্য হচ্ছে, শিক্ষকদের বিষয়টি চিন্তাভাবনার তালিকায় রাখতে, তখন তৃণমূলের স্বাগত মিছিল ঘিরে প্রাথমিক শিক্ষকদের একাংশের প্রশ্ন, ‘এটা কি আন্দোলেন নজর ঘোরেই কী এই ব্যবস্থা৷ সরকার তো এখনও কোনও পদক্ষেপ ঘোষণাই করেনি৷ আশ্বাস দিয়েছে মাত্র৷ আর তাতেই এই বিজয় মিছিল? তাহলে ঘোষণা হয়ে গেলে কী হবে?’ যদিও, প্রাথমিক শিক্ষকদের পে স্কেল বৃদ্ধি অনেক পুরানো ও নায্য বলেও মত শিক্ষকদের একাংশের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 10 =