লাইব্রেরিয়ান পদে শূন্যস্থান অনেক, চলতি মাসেই পরীক্ষা নেবে রাজ্য

কলকাতা: রাজ্যজুড়ে শূন্যপদ ৭৩৭টি। লাইব্রেরিয়ান পদে চলতি মাসেই পরীক্ষা নিতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, আগামী ২৭ আগস্ট এই পদের জন্য পরীক্ষা নেওয়া হবে। রাজ্যের গ্রান্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সম্প্রতি এমনটাই জানিয়েছেন। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, সমস্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। দুর্গাপুজোর পরেই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার কথা।
রাজ্যের তথ্য অনুযায়ী, বাংলায় লাইব্রেরির সংখ্যা ২ হাজার ৪৪০টি। তার মধ্যে ২ হাজার ২০৯টি গ্রামীণ গ্রন্থাগার। এছাড়া সরাসরি সরকারি গ্রন্থাগার ১৩টি, শহুরে গ্রন্থাগার ১৯টি। সব মিলিয়ে মোট কর্মীর সংখ্যা ৫ হাজার ৬০০ জন। আরও জানা গিয়েছে, রাজ্যের লাইব্রেরিগুলিতে বইয়ের মোট সংখ্যা ২ কোটি ৭ লক্ষ ২৫ হাজার ৪৭৫টি। তবে আয়লা ঝড়ের সময়ে নষ্ট হয়ে গিয়েছে ৯ থেকে ১০ লক্ষ বই।
উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতা পুলিশ-দমকল-স্বাস্থ্য সহ রাজ্যে প্রায় ৮ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানিয়েছিল নবান্ন। কলকাতা পুলিশে নিয়োগ করা হতে চলেছে ২ হাজার ৫০০ কনস্টেবল। এছাড়াও ৪৪০ জন লোয়ার ডিভিশন ক্লার্কও নেওয়া হবে। পাশাপাশি ৫ হাজার ৪৬৮ জন কমিউনিটি হেলথ অফিসারও নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। অন্যদিকে ৮৬টি নতুন পদ তৈরি করা হয়েছে দমকলে বলেও খবর মিলেছে।