ডিফেন্স সার্ভিসেস নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি UPSC-র, শূন্যপদে আবেদন শুরু

ডিফেন্স সার্ভিসেস নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি UPSC-র, শূন্যপদে আবেদন শুরু

 

নয়াদিল্লি:  কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস (সিডিএস) এগজাম ২-এর জন্য নিজেদের অফিসিয়াল ওয়েবাসাইটে বিজ্ঞপ্তি জারি করল ইউনিয়ন পাবলিক সর্ভিস কমিশন (ইউপিএসসি)৷ ইচ্ছুক প্রার্থীরা ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in.-এ অনলাইন আবেদন করতে পারবেন৷ আবেদন করার শেষ তারিখ ২৬ অগাস্ট৷ ওই দিন সন্ধ্যা ৬টার মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে৷ ১ সেপ্টেম্বর থকে ৭ সেপ্টেম্বরে মধ্যে আবেদন প্রত্যাহার করা যাবে৷ ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ ইচ্ছুক প্রার্থীরা সত্ত্বর আবেদন করুন৷ মোট ৩৪৪টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে৷ 

 

শূন্যপদের বিস্তারিত বিবরণ- 
 

* ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, দেরাদুন- ১০০ টি শূন্যপদ৷
* ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমি, এজিমালা- কোর্স ২৬ 
* এয়ারফোর্স অ্যাকাডেমি, হায়দরাবাদ- (প্রি-ফ্লাইং) ৩২টি শূন্যপদ৷ 
* অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি, চেন্নাই (মাদ্রাস) পুরুষদের জন্য – ১৬৯টি শূন্যপদ৷
* অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি, চেন্নাই (মহিলাদের জন্য) – ১৭টি শূন্যপদ৷
মোট শূন্যপদ ৩৪৪টি৷ 

 

শিক্ষাগত যোগ্যতা-
 

* আইএমএ এবং অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি, চেন্নাইয়ের জন্য প্রার্থীদের স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বদ্যালয় বা সমতুল্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি থাকতে হবে৷  
* ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমির জন্য স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি থাকতে হবে৷ 
* এয়ারফোর্স অ্যাকাডেমির জন্য (পদার্থবিদ্যা এবং অঙ্ক ১০+২ স্তরে) স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি থাকতে হবে৷  
স্নাতক প্রার্থীদের সেনাবাহিনী/ নৌবাহিনী/ বায়ুসেনাবাহিনীর এসএসবি ইন্টারভিউয়ের সময় তাঁদের স্নাতক বা প্রভিশনাল সার্টিফিকেটের প্রমাণ জমা দিতে হবে৷  
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ২০০টাকা ফি জমা দিতে হবে৷ তবে মহিলা, তফশিলি জাতি/উপজাতি শ্রেণির প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না৷  

আরও পড়ুন- বহু প্রতীক্ষিত IBPS PO পরীক্ষার বিজ্ঞপ্তি, আজ থেকেই করা যাবে আবেদন

আরও পড়ুন- SSC-র শিক্ষক নিয়োগে একাধিক অস্বচ্ছ্বতা, গুরুতর অভিযোগ চাকরিপ্রার্থীদের

আরও পড়ুন- লাগবে না পরীক্ষা, ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =