কবে হবে UPSC, SSC-র নিয়োগ পরীক্ষা? অবশেষে মিলল সুখবর

কবে হবে UPSC, SSC-র নিয়োগ পরীক্ষা? অবশেষে মিলল সুখবর

7d0bdfbba934de000c20e1d07caaa311

নয়াদিল্লি: লকডাউনের ধাক্কায় স্থগিত একগুচ্ছ পরীক্ষা৷ শুধু স্কুল-কলেজ বা প্রবেশিকা পরীক্ষাই নয়, স্থগিত রয়েছে একাধিক চাকরির পরীক্ষাও৷ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) এবং স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)-এর পরীক্ষা অদৌ কবে হবে, তা নিয়ে চিন্তায় পড়েছেন প্রার্থীরা৷ তবে রবিবার তাঁদের আশ্বস্ত করে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানালেন, ইউপিএসসি এবং এসএসসি-র যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা অবশ্যই হবে৷ ৩ মে লকডাউন শেষ হওয়ার পরই নতুন করে পরীক্ষার দিন ধার্য করা হবে৷ 

এদিন জিতেন্দ্র সিং আরও বলেন, লকডাউন উঠলেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ পরীক্ষার সময়সূচি এমনভাবেই ঠিক হবে যাতে পরীক্ষার্থীরা তাঁদের মনোনীত কেন্দ্রে পৌঁছানোর জন্য নির্দিষ্ট সময় পান৷ পরীক্ষার নতুন দিন ইউপিএসসি ও এসএসসি’র ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে৷  লকডাউনের জেরে কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিস (সিএমএস), ইন্ডিয়ান ইকনমিক সার্ভিস (আইইএস), ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) এবং ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস (আইএসএস) ২০২০ পরীক্ষা স্থগিত রেখেছে ইউপিএসসি৷ স্থগিত রাখা হয়েছে সিভিল সার্ভিস এগজামিনেশনের ইন্টারভিউও৷ 

এছাড়াও চলতি কম্বাইন্ড হাইয়ার সেকেন্ডারি (১০+২) লেভেল এগজামিনেশন ২০১৯, জুনিয়র ইঞ্জিনিয়র (পেপার-১) এগজামিনেশন ২০১৯, স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি এগজামিনেশন, ২০১৯ এবং কম্বাইন্ড হাইয়ার সেকেন্ডারি লেভেল এগজামিনেশন, ২০১৮ স্থগিত রেখেছে ইউপিএসসি এবং এসএসসি৷ এই পরীক্ষাগুলির দিনক্ষণও ঠিক করা হবে ৩ মে’র পর৷ কোভিড-১৯ সংক্রমণ রুখতে সোশ্যাল ডিস্টেনসিং বাজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ দেশজুড়ে চলছে লকডাউন৷ আক্রান্ত প্রায় ১৫ হাজার মানুষ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ এই অবস্থায় স্বাভাবিক ভাবেই পিছিয়ে গিয়েছে পরীক্ষাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *