সুখবর! একাধিক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ UPSC-র

সুখবর! একাধিক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ UPSC-র

নয়াদিল্লি: বিভিন্ন পদের জন্য লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)৷  প্রার্থীরা ইউপিএসসি’র অফিসিয়াল ওয়েব সাইট upsc.gov.in. –এ পরীক্ষার ফলাফল জানতে পারবেন৷

সিনিয়র এগজামিনার, অ্যাসিস্ট্যান্ট লিগাল অ্যাডভাইজার, কোম্পানি প্রসিকিউটর, জয়েন্ট অ্যাসিন্ট্যান্ট ডিরেক্টর, ডিরেক্টরেট অফ পুলিশ ওয়্যারলেস, ডেপুটি সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার সহ বিভিন্ন পদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা হয়েছিল ৮ মার্চ , ২০২০-তে৷ 

উপরোক্ত পদগুলির জন্য লিখিত পরীক্ষায় বসা প্রার্থীরা  ইউপিএসসি’র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রোল নম্বর এন্ট্রি করলেই ফলাফল দেখতে পারবেন৷ সাইট থেকে তা ডাউনলোডও করা যাবে। কমিশনের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্বাইন্ড কমপিউটার ভিত্তিক নিয়োগ পরীক্ষার ভিত্তিতে আপাতত এই তালিকা প্রকাশ করা হল৷ যে সকল প্রার্থী সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করবেন, তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ 

কীভাবে ফলাফল দেখবেন:
প্রথমে ইউপিএসসি’র অফিসিয়ার ওয়েবসাইট upsc.gov.in- এ যেতে হবে৷ 
হোমপেজে গিয়ে যে পরীক্ষা দিয়েছিলেন সেই ফলাফলের লিঙ্কে ক্লিক করতে হবে৷
এরপর নতুন একটি পিডিএফ ফাইল খুলে যাবে৷ 
সেখানে রোল নম্বর এন্টার করতে হবে৷
রেল নম্বর দিলেই স্ক্রিনে রেজাল্ট দেখা যাবে। রেজাল্ট ডাউনলোডও করতে পারবেন প্রার্থীরা৷  

কমিশনের তরফে একটি নোটিশে জানানো হয়েছে,  নিয়োগ পরীক্ষায় যে সকল প্রার্থীর নাম তালিকাভুক্ত হয়েছে,  আগামী ৩০ দিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে তাদের প্রাপ্ত নম্বরও জানিয়ে দেওয়া হবে৷ এই বিষয়ে বিস্তারিত জানতে কমিশনের অফিসিয়াল সাইটে যেতে হবে৷

সঠিক খবর জানতে নজর থাকুক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 10 =