২৩ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি ইউপিএসসির

২৩ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি ইউপিএসসির

নয়াদিল্লি: ২৩টি পদে আবেদন করতে বিজ্ঞপ্তি জারি করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। মাস্টার ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে অবিলম্বে আবেদন করতে বলা হয়েছে ইচ্ছুক প্রার্থীদের। এ বিষয়ে বিশদে জানতে চাকরির বিজ্ঞপ্তির অফিসিয়াল ওয়েবসাইট  https://www.upsconline.nic.in দেখতে হবে।
 

শূন্যপদের বিবরণ
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্লান্ট প্যাথোলজি)-২ 
অ্যাসিস্ট্যান্ট জিওলজিস্ট- ২০ 
এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্টেশন- ১ 

 

শিক্ষাগত যোগ্যতা ও বয়স
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্লান্ট প্যাথোলজি) পদে আবেদনের জন্য প্রার্থীর কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি ইন প্লান্ট প্যাথলজি বা এগ্রিকালচার উত্তীর্ণ হওয়ার ডিগ্রি থাকতে হবে৷ পাশাপাশি ৩ বছরের প্লান্ট ডিজিজ ও ভাইরাস নিয়ে কাজ করার অক্ষিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এছাড়া প্লান্ট প্যাথোলজিতে পিএইচডি বা ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর ধার্য করা হয়েছে।

এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্টেশন পদে আবেদনের জন্য প্রার্থীর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ও ইনস্ট্রুমেনটেশন টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ইন্স্ট্রুমেনটেশন, ক্যালিব্রেশনে ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এই ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩৩ বছর ধার্য করা হলেও, কিছু ক্ষেত্রে তা পরিবর্তিত হতে পারে। অ্যাসিস্ট্যান্ট জিওলজিস্ট পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর অবশ্যই জিওলজিতে মাস্টার ডিগ্রি থাকতে হবে। অথবা জিও এক্সপ্লোরেশন বা মিনারেল এক্সপ্লোরেশন নিয়ে ডিগ্রি থাকা প্রার্থীরাও আবেদন করতে পারবেন৷ এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর ধার্য করা হয়েছে। 
 

আবেদন পদ্ধতি
আবেদন করার আগে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়যটি নিশ্চিত হতে হবে৷ আগামী ১৬সেপ্টেম্বরের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট  https://www.upsconline.nic.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে৷ আবেদনের পর যে রেজিস্ট্রেশন স্লিপ দেওয়া হবে, তার প্রিন্ট আউট রেখে দিতে হবে প্রার্থীকে। পরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় খবর সাইটেই দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + twenty =