নয়াদিল্লি: মোট ৩৬৩টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এর মধ্যে বিভিন্ন বিভাগে মহিলাদের জন্য রয়েছে ২০৮টি পদ ও পুরুষদের জন্য ১৫৫টি শূন্যপদ রয়েছে। ডিরেক্টরেট অফ এডুকেশনে প্রিন্সিপালের পদ এবং দিল্লি সরকারের শিক্ষা বিভাগে শূন্যপদের জন্য আবেদনপত্র পাওয়া যাচ্ছে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট upsconline.nic.in-এ৷ অনলাইনে আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ জুলাই, ২০২১। আবেদন পত্র প্রিন্ট আউট নিতে ৩০ জুলাই, ২০২১ তারিখের মধ্যে।
যোগ্যতা :
শিক্ষাগত যোগ্যতা, দ্বিতীয়টি অভিজ্ঞতা এবং তৃতীয় ক্ষেত্রে কয়েকটি বিষয় অগ্রাধিকার পাওয়া সহ তিন ধরনের যোগ্যতার মাপকাঠি রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: শূন্যপদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। না হলে স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ব বিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজের অভিজ্ঞতা, স্নাতকোত্তর স্তরে পড়ানোর অভিজ্ঞতা বা গ্র্যাজুয়েশন স্তরে পড়ানোর অভিজ্ঞতা প্রয়োজন।
কোনও বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডক্টরেট ডিগ্রি বা কোনও বিদ্যালয়, কলেজে প্রশাসনিক বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
অনলাইনে আবেদনের পদ্ধতি:
অনলাইন ছাড়া অন্য কোনও ভাবে আবেদন করা যাচ্ছে না। অন্য কোনও উপায়ে আবেদন জমা দিলে তা গ্রাহণযোগ্য হবে না৷
প্রথমে http://www.upsconline.nic.in ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে শুরুতেই ফর্ম পাওয়া যাবে, যা ফিল আপ করতে হবে। এক্ষেত্রে সক্রিয় ইমেল আইডিটি দিতে হবে। আবেদন পত্রের সঙ্গে দিতে হবে গুরুত্বপূর্ণ তথ্যের প্রমাণপত্র। বাকি সব গুরুত্বপূর্ণ তথ্য কর্তৃপক্ষ আবেদনকারীকে ইমেলের মাধ্যমে পাঠাবে। একটির বেশি পদের জন্য আবেদন করতে হলে আলাদা করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর তার প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। ইন্টারভিউয়ের সময় সেই আবেদনপত্রের প্রমাণ হিসেবে সেটি দেওয়া যেতে পারে।
আবেদনের ফি:
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ২৫ টাকা দিতে হবে আবেদন ফি দিতে হবে৷ এসবিআইয়ের যে কোনও শাখায় নেট ব্যাঙ্কিং বা ক্যাশের মাধ্যমে টাকা দেওয়া যাবে।
তবে এসসি, এসটি, পিডব্লিউবিডি ও মহিলাদের আবেদন করতে কোনও টাকা লাগবে না। অর্থাৎ শুধুমাত্র জেনেরাল ক্য়াটাগরি, ওবিসি ও ইডব্লিউএস পুরুষ আবেদনকারীদের ২৫ টাকা করে দিতে হবে।
আবেদনকারীরা যদি কোনও ভুল তথ্য দিয়ে আবেদনপত্র জমা দেন, তা হলে তা বাতিল হয়ে যাবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে৷