১০টি নিয়োগ পরীক্ষায় দিন ঘোষণা UPSC-র, কবে কী পরীক্ষা? দেখুন তালিকা

১০টি নিয়োগ পরীক্ষায় দিন ঘোষণা UPSC-র, কবে কী পরীক্ষা? দেখুন তালিকা

 

নয়াদিল্লি:  দীর্ঘদিন ধরে যাঁরা সিভিল সার্ভিসেস পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন, তাঁদের প্রতীক্ষার অবসান ঘটল৷ শুক্রবার সিভিল সার্ভিস পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)৷  বছরের বিভিন্ন সময় ইউপিএসসি সিভিল সার্ভিসেস, এনডিএ, এনএ, আইএফএস, আইইএস, আইএসএস – পদের জন্য পরীক্ষার ব্যবস্থা করে থাকে৷ এদিন অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in.-এ সংশোধিত সূচি এবং নতুন পরীক্ষার দিন প্রকাশ করে ইউপিএসসি৷

সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি এগজাম ২০২০-র দিন ঘোষণা করা হয়েছে৷ আগামী ৪ অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষা হবে বলে জানানো হয়েছে। মেন পরীক্ষার নেওয়া হবে ৮ জানুয়ারী ২০২১-এ। এর আগে সিভিল সার্ভিসেস প্রলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল ৩১ মে৷ কিন্তু করোনা প্যান্ডেমিকে লকডাউনের জেরে তা পিছিয়ে দেওয়া হয়৷ 

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস পরীক্ষা দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে অন্যতম। প্রতি বছর বিপুল সংখ্যক প্রার্থী সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা দেন। তিনটি ধাপে এই পরীক্ষা নেওয়া হয়৷ প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউ৷ এই পরীক্ষার মাধ্যমেই বেছে নেওয়া হয় ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) অফিসারদের৷ প্রিলিমিনারি পরীক্ষা লিখিত হয়, কিন্তু মেন পরীক্ষার সময় লিখিত হওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারভিউও দিতে হয়। এই বছর প্রায় ১০ লক্ষ প্রার্থী ইউপিএসসি প্রলিমিনারি পরীক্ষায় বসতে চলেছেন৷

এছাড়া ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের প্রিলিমিনারি  পরীক্ষাও সিভিল সার্ভিস পরীক্ষার সঙ্গে নেওয়া হবে। ফরেস্ট সার্ভিসের মেন পরীক্ষা হবে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি৷ পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য গাইডলাইন পরে প্রকাশ করবে ইউপিএসসি। করোনা পরিস্থিতিতে ইউপিএসসি এবার নতুন বিধি ঘোষণা করতে পারে। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা হতে পারে।

অন্যান্য ইউপিএসসি পরীক্ষার তারিখ:

ইন্ডিয়ান ইকোনমিকস সার্ভিস/ স্ট্যাটিসটিক্যাল সার্ভিসের পরীক্ষা হবে ১৬ অক্টোবর৷  ১০ জুন এই সম্পর্কিত নোটিফিকেশন জারি করা হবে।

এনডিএ/এনএ পরীক্ষা হবে আগামী ৬ সেপ্টেম্বর। বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ১০ জুন৷

কম্বাইন্ড মেডিকেল সার্ভিস পরীক্ষা ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি ২২ জুলাই প্রকাশিত হবে।

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (ACs) পরীক্ষা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি ১৮ অগাস্ট প্রকাশ করা হবে।

ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (মেন) পরীক্ষা হবে ৯ অগাস্ট, ২০২০৷

কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট (মেন) পরীক্ষা নেওয়া হবে ৮ অগাস্ট৷

কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস (সিডিএস) পরীক্ষা (২) হবে ৮ নভেম্বর৷

এসও/ স্টেনো (GD-B/GD-I) পরীক্ষা হবে ১২ ডিসেম্বর৷

রিজার্ভড ফর ইউপিএসসি আরটি পরীক্ষা হবে ২০ ডিসেম্বর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =