নয়াদিল্লি: কোভিড-১৯ সংক্রমণের ভয়ে বন্ধ রয়েছে স্কুল-কলেজ। পশ্চিমবঙ্গে মাঝপথে বন্ধ হয়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চাকরির পরীক্ষার ক্ষেত্রেও একই হাল সারাদেশে। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল ৩১ মে। কিন্তু এ মাসের গোড়ায়, ৪ তারিখে ইউপিএসসি থেকে জানিয়ে দেওয়া হয়, এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীদের নিজেদের এলাকা থেকে অন্য এলাকায় পরীক্ষা দিতে হয়, সেক্ষেত্রে বড় অসুবিধার সম্মুখীন হয়েছিলেন তাঁরা। কারণ এই মুহূর্তে গণ-পরিবহণ ব্যবস্থা একেবারেই বন্ধ। তাই পরীক্ষার্থীদের দাবি ছিল পরীক্ষা পিছিয়ে দেওয়ার। সেই দাবি মেনেই ইউপিএসসি জানিয়েছিল, আজ অর্থাৎ ২০ মে নতুন করে পরীক্ষার তারিখ, কেন্দ্র সব জানিয়ে দেওয়া হবে। তারপরেই ব্যবস্থা দেওয়া হবে অ্যাডমিট কার্ড।
আজ পরীক্ষা গ্রহণের নতুন দিন জানিয়ে দেবে কর্তৃপক্ষ। তারপরেই ইন্টারনেটে নিজেদের প্রবেশিকা পত্র (অ্যাডমিট কার্ড) পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। সেই সঙ্গে জানতে পারবেন পরীক্ষার কেন্দ্র। ইউপিএসসির তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, পরীক্ষা গ্রহণের অন্তত একমাস আগে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। সুতরাং জুন মাসের শেষ কিংবা জুলাইয়ের শুরুর মধ্যে পরীক্ষা হবে বলে মনে করছেন অনেকেই। প্রসঙ্গত, প্রতি বছর পাঁচ লক্ষেরও বেশি মানুষ কেন্দ্রের সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন।
এদিকে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফের কবে শুরু হবে তা নিয়ে এখনও কোনও দিশা দেখায়নি উচ্চশিক্ষা পর্ষদ। রাজ্য সরকারের তরফে সবুজ সঙ্কেত না পেলে এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেবে না বলেই মনে করা হচ্ছে। আপাতত অনিশ্চয়তাতেই দিন কাটছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের।