অবশেষে IPS-IS খরা-মুক্ত বাংলা! UPSC-র প্রথমে ২০-র তালিকায় বাংলার ২ পড়ুয়া

অবশেষে IPS-IS খরা-মুক্ত বাংলা! UPSC-র প্রথমে ২০-র তালিকায় বাংলার ২ পড়ুয়া

 

নয়াদিল্লি:  সিভিল সার্ভিস পরীক্ষা পিছিয়ে পড়ছিল বাংলার মেধা৷ এই নিয়ে কম চর্চা হয়নি৷ এবার ইউপিসির সিভিল সার্ভিসে বাংলার খরা কাটিয়ে মেধা তালিকায় উঠে এলেন বাংলার ২ কৃতী পড়ুয়া৷ বহু বছর পর এই প্রথম সিভিল সার্ভিসের মেধাতালিকার প্রথম কুড়ির মধ্যে উঠে এসেছে বাংলার ২ মেধাবী পড়ুয়া৷

এবার গোটা দেশের মধ্যে ১৩ তম স্থান পেয়ে রাজ্যে প্রথম হয়েছে রৌনক আগরওয়াল৷ দেশের মধ্যে ২০ তম স্থান পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে যাদবপুরের নেহা বন্দ্যোপাধ্যায়৷ ইউপিএসসিতে কৃতীদের ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইচ করে জানিয়েছেন শুভেচ্ছা৷ বাংলার এই ২ কৃতী পড়ুয়া পশ্চিমবঙ্গে থেকেই কাজ করতে চান বলে সংবাদ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন৷

যাদবপুরের নেহা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তিনি পশ্চিমবঙ্গে থেকে কাজ করতে চান৷ তবে ফলাফল প্রকাশ হলেও এখনও পর্যন্ত তিনি কোনও ক্যাডারে যুক্ত হবেন, তা জানতে পারেননি৷ তবে তাঁর প্রথম পছন্দ যে বাংলা তা সংবাদ মাধ্যমে জানাতে ভোলেননি৷ অন্যদিকে বাংলার প্রথম রৌনক আগরওয়ালও বাংলার হয়ে কাজ করতে চান৷ বাংলাও ঠিকঠাক বলতে পারেন তিনি৷ ফলে বাংলা থেকে কাজ করতে তাঁর যে খুব একটা অসুবিধা হবে না বলেও জানিয়েছেন৷

প্রকাশিত হল সিভিস সার্ভিস এগজামিনেশন ২০১৯-এর ফলাফল৷ মঙ্গলবার ফলাফল প্রকাশ করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)৷ এই বছর মোট ৮২৯ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে৷ প্রথম স্থান ছিনিয়ে নিয়েছেন প্রদীপ সিং৷ তার পর যথাক্রমে রয়েছেন যতীন কিশোর এবং প্রতিভা বর্মা৷ উল্লেখ্য বিষয় হল, প্রথম দশের তালিকায় রয়েছেন তিনজন মহিলা প্রার্থী৷

আরও পড়ুন- SSC-র শিক্ষক নিয়োগে একাধিক অস্বচ্ছ্বতা, গুরুতর অভিযোগ চাকরিপ্রার্থীদের

নির্বাচিত ৮২৯ জন প্রার্থীর মধ্যে ৩০৪ জন জেনারেল ক্যাটাগরির৷ ৭৮ জন অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রণির সদস্য৷ ২৫১ জন অন্যান্য অনগ্রসর শ্রণি বা ওবিসি প্রার্থী৷ এছাড়াও রয়েছেন ১২৯ জন তফশিলি জাতি ও ৬৭ জন তফশিলি উপজাতির প্রার্থী৷ এছাড়াও ১৮২ জনের রিজার্ভ লিস্টও প্রকাশ করেছে ইউপিএসসি৷ 

আরও পড়ুন- ‘দিদি, আজ কুরবানি দিতে পারিনি, কিন্তু শিক্ষক হওয়ার শর্ত পূরণ করেছি’, আর্জি নিয়োগের

আইএএস, আইপিএস এবং আইএফএস সার্ভিসে মোট ৯২৭টি শূন্য পদ ঘোষণা করা হয়েছিল৷ এর মধ্যে গ্রুপ ‘এ’-তে রয়েছে ৪৩৮টি শূন্য পদ৷ তার মধ্যে আইএএস সার্ভিসে ১৮০টি, আইপিএস-এ ১৫০টি এবং আইএফএস-এ ২৪টি শূন্য পদ রয়েছে৷

আরও পড়ুন- বাংলার স্কুল-পাঠ্যে রাম ‘যাযাবর’, রাবণ ‘গোবেচারা’! বিতর্কে ‘অতীত ও ঐতিহ্য’

সিভিল সার্ভিস পরীক্ষা এবং নিয়োগ সংক্রান্ত যে কোনও তথ্য জানতে প্রার্থীরা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ০১১-২৩৩৮৫২৭১/২৩৩৮১১২৫/২৩০৯৮৫৪৩ নম্বরে ফোন করতে পারবেন৷ ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট www.upsc.gov.in- এও দেখা যাবে পরীক্ষার ফলাফল৷ আগামী ১৫ দিনের মধ্যে ওয়াবসাইটে প্রার্থীদের প্রাপ্ত নম্বরও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে৷

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরিচালিত সিভিল সার্ভিসেস পরীক্ষার তিনটি ধাপ রয়েছে৷ প্রিলিমিনারি, মেন এবং পার্সোনালিটি টেস্ট (পিটি)। এদের মধ্যে মেন পরীক্ষাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ প্রতি বছর সিভিল সার্ভিস পরীক্ষার আয়োজন করে ইউপিএসসি৷ এই পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ (আইএএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) এবং অন্যান্য সেন্ট্রাল সার্ভিসে নিয়োগ করা হয়৷  চলতি বছর ৩১ মে সিভিল সার্ভিল পরীক্ষা হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনা পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করে দেয় ইউপিএসসি৷ আগামী ৪ অক্টোবর পরীক্ষার নতুন দিন ধার্য করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − six =