সিভিল সার্ভিস পরীক্ষার আবেদন, শেষ সুযোগ দিচ্ছে UPSC

সিভিল সার্ভিস পরীক্ষার আবেদন, শেষ সুযোগ দিচ্ছে UPSC

56d62ec1427cba5b379a14d1ac690d21

নয়াদিল্লি: সিভিল সার্ভিসেস প্রাথমিক পর্বের পরীক্ষার জন্য আগামী ৩ মার্চ বিকেল ৬টার মধ্যে আবেদনের সময়সীমা চূড়ান্ত করল ইউপিএসসি৷ ফলে, দ্রুত সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ করার বিষয়ে আর্জি জানিয়ে কেন্দ্রীয় এই নিয়োগকারী সংস্থা৷

গত ১২ ফেব্রুয়ারি সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে ইউপিএসসি৷ পরীক্ষার দিন ধার্য করা হয় ৩১ মে রবিবার৷ অনলাইনে করতে হবে আবেদন৷ কমিশনে ওয়েবসাইটে পরীক্ষার্থীদের লগ ইন করতে হবে৷upsconline.nic.in. এই ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে৷ আবেদনের আগে পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য খুঁটিয়ে দেখে নিয়ে পরীক্ষার্থীদের নির্দেশ দিয়েছে কমিশন৷

আবেদনপত্রের সঙ্গে পরিচয়পত্র-সহ শিক্ষা সংক্রান্ত নথি উল্লেখ করতে হবে৷ একই সঙ্গে পরীক্ষার্থীরা চাইলে আবেদন নিজে থেকেই বাতিল করতে পারবেন৷ আবেদন করতে গিয়ে  কোনও সমস্যা দেখা দিলে ইউপিএসসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে৷ এছাড়া ফোনে যোগাযোগ করা যাবে 011-23385271 অথবা 011-23381125 ও 011-23098543 এই নম্বরে৷ ফোন করতে হবে  ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *