উচ্চ প্রাথমিকের শুরু নথি আপলোডের প্রক্রিয়া, জেনে নিন পদ্ধতি

শুরু হয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের নথি আপলোড। নথি আপলোডের লিঙ্ক ইতিমধ্যেই চালু করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা কমিশনের ওয়েবসাইটে নথি আপলোড করতে পারবেন।

 

কলকাতা: শুরু হয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের নথি আপলোড। নথি আপলোডের লিঙ্ক ইতিমধ্যেই চালু করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা কমিশনের ওয়েবসাইটে নথি আপলোড করতে পারবেন।

কীভাবে নথি আপলোড করতে হবে?

১) প্রথমে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট- www.westbengalssc.com -এ যেতে হবে।

২) এরপর ‘Click here for uploading documents in c/w 1st SLST, 2016 (Upper-Primary Level Except Physical Education and Work Education) in continuation with Memo No : 689/6723/CSSC/ESTT/2020 Dated : 28.12.2020’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) নতুন একটি পেজ খুলবে। 

৪) এবার ‘Click here to login’ http://wbcssc.co.in/CandidateLogin লিঙ্কে ক্লিক করুন। 

৫) আর একটি নতুন পেজ খুলবে।

৬) এবার টেটের রোল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি, জন্মতারিখ দিন।

৭) এবার ক্যাপচা (সিকিউরিটি কোড) দিয়ে লগইন করুন। 

৮) লগইনের পর নথিভুক্ত মোবাইল নম্বর একটি ওটিপি যাবে।

৯) সেই ওটিপি ওয়েব পেজে দিন।

১০) এর মারফৎ প্রার্থীর ফোন নম্বর পরিবর্তন করা যাবে।

১১) নথি আপলোড করতে লাগবে একটি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি। সেটি সই সহ আপলোড করতে হবে। সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় নথি। প্রতিটিই JPEG ফরম্যাটে আপলোড করতে হবে।

কী কী নথি লাগবে তা ২৮ ডিসেম্বর এসএসসির তরফে জানানো হয়েছে। সেগুলি দেখে নিন –

১) ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ প্যান কার্ড/ পাসপোর্ট/ আধার কার্ড।

২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।

৩) মাধ্যমিকের মার্কশিট।

৪) উচ্চ মাধ্যমিকের মার্কশিট।

৫) স্নাতকের সব মার্কশিট।

৬) পেশাদারি কোর্স বা প্রফেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট।

৭) জাতিগত শংসাপত্র (SC / ST / OBC বা অন্য ক্ষেত্রে)

৮) একটি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =