কেন থমকে উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগ? প্রতিবাদ এবার গণ ফেসবুক লাইভে!

কেন থমকে উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগ? প্রতিবাদ এবার গণ ফেসবুক লাইভে!

কলকাতা: করোনা অতিমারির জেরে ঘরবন্দি হয়ে রয়েছে মানুষ। আইটি, সাংবাদিকতা এবং চিকিৎসার মতো আপৎকালীন পেশা থেমে না থাকলেও স্তব্ধ অন্যান্য পেশার কাজ। কর্মহীন হয়ে বসে রয়েছেন কোটি কোটি মানুষ। বেসরকারি সংস্থায় কর্মরত জনগণের মাথায় হাত কারণ কাজ না করলে বেতন নেই। এমত অবস্থায় আন্দোলন তীব্রতর হতে চলেছে বাংলার উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রার্থীদের। দীর্ঘ সাত বছর ধরে নানান কারণে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ থমকে৷ এ নিয়ে আগেই বিস্তর আন্দোলন হয়েছে। করোনার কারণে এবার বাড়ি বসেই ফেসবুক লাইভে প্রতিবাদের ঝড় তুলতে চলেছেন চাকুরিপ্রার্থীরা।

পশ্চিমবঙ্গ উচ্চপ্রাথমিক চাকুরিপ্রার্থী মঞ্চের তরফে আগামী ২৭ মে ফেসবুকে গণ লাইভের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করতে চলেছেন প্রার্থীরা। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টের মধ্যে সমস্ত প্রার্থীদের দুই থেকে পাঁচ মিনিটের জন্য লাইভে এসে প্রতিবাদ প্রদর্শন করার আহবান জানানো হয়েছে।অর্থ দফতরের অনুমোদনে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০১৪ সালে৷ উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা নেওয়া হয় ২০১৫ সালের ১৬ আগস্ট৷ ফলাফল প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০১৬ সালে৷

দীর্ঘ লড়াই আন্দোলন, গ্রেফতার, পুলিশের মার, হেনস্থার পর গত বছর ২০১৯ সালে মাঝামাঝি সময়ে সফল চাকরিপ্রার্থীদের ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন৷ পরে ওই বছর জুলাই মাসে ইন্টারভিউ নেওয়া হয়৷ তখন থেকেই উঠতে থাকে প্রবল দুর্নীতির অভিযোগ৷ ২০১৯ এর ৪ নভেম্বর দুর্নীতির আবহেই প্রকাশিত হয় মেধাতালিকা৷ সেই তালিকার বিরুদ্ধে চরম অনিয়মের অভিযোগে দায়ের হয় মামলা যার এখনও নিষ্পত্তি হয়নি৷ শিক্ষক নিয়োগের উপর এখনও বহাল স্থগিতাদেশ৷ করোনা পরিস্থিতিতে সরাসরি প্রতিবাদ না জানাতে পেরে এবার সোশ্যাল সাইট ফেসবুককেই হাতিয়ার করে নিল চাকুরিপ্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 1 =