কলকাতা: উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার আগে স্বস্তিতে কর্মরত প্রার্থীরা৷ মঙ্গলবার তাঁদেরও ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। আজ অর্থাৎ বুধবারই ইন্টারভিউয়ের শেষ দিন। আজই তাঁদের ইন্টারভিউ দিতে হবে।
একাধিক অনিয়মের জেরে দীর্ঘ দিন ধরে ঝুলে ছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ৷ মামলা মোকদ্দমার পর ১৯ জুলাই থেকে অবশেষে শুরু হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়া৷ করোনা বিধি মেনেই চলছে ইন্টারভিউ৷ কিন্তু ইতিমধ্যে বেশ কিছু প্রার্থী স্কুল সার্ভিস কমিশনের অন্যান্য ক্ষেত্রে চাকরির আবেদন জানিয়েছিলেন৷ এমনকী তাঁরা চাকরি পেয়েও গিয়েছেন৷ এদিকে এতদিন পর উচ্চ প্রাথমিকের তালিকাতেও তাঁদের নাম উঠেছে৷ এই সংখ্যাটা প্রায় ১০০০৷ কিন্তু কর্মরত সেই সকল প্রার্থীর উচ্চ প্রাথমিকে ইন্টারভিউতে বাধা দেওয়া হয়। এসএসসি’র তরফে বলা হয়, তাঁরা যেহেতু কমিশনের অন্য বিভাগে চাকরি করছেন, তাঁরা উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ দিতে পারবেন না৷ এর পরেই আদালতের দ্বারস্থ হন তাঁরা৷
অভিযোগ, যাঁরা কমিশনের অন্যান্য ক্ষেত্রে চাকুরিরত, তাঁদের ইন্টারভিউতে বসতে দেওয়া হচ্ছে না। তাঁদের বক্তব্য, ২০১৬ সালে নিয়োগের আবেদন জমা করেছিলেন তাঁরা। সেই সময়ে তাঁরা বেকার ছিলেন। পরবর্তী সময়ে তাঁর অন্য চাকরিতে নিয়োগ পেয়েছেন। সেই সঙ্গে উচ্চ প্রাথমিকের যোগ্যতামানও পূরণ করেছেন৷ ফলে তাঁদের ইন্টারভিউ নেওয়া হবে না কেন? সেই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, কর্মরত প্রার্থীদেরও ইন্টারভিউ নিতে হবে। বুধবার যেহেতু ইন্টারভিউয়ের শেষ দিন, তাই এদিনই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে হবে৷