করোনার কোপে উচ্চ প্রাথমিক নিয়োগ! জরুরি ভিত্তিতে মামলা শুনানির আর্জি!

আগামী ২০ মার্চ স্কুল সার্ভিস কমিশনের অন্তর্গত উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির দিন ধার্য হয়েছে। এই পরিস্থিতিতে বিধি বাম! করোনার জেরে স্কুল, কলেজের পাশাপাশি আদালতের কাজেও বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর। দীর্ঘ সাত বছর ধরে অপেক্ষার পরও এই পরিস্থিতি ভাবিয়ে তুলেছে চাকরিপ্রার্থীদের।

 

কলকাতা: আগামী ২০ মার্চ স্কুল সার্ভিস কমিশনের অন্তর্গত উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির দিন ধার্য হয়েছে। এই পরিস্থিতিতে বিধি বাম! করোনার জেরে স্কুল, কলেজের পাশাপাশি আদালতের কাজেও বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর। দীর্ঘ সাত বছর ধরে অপেক্ষার পরও এই পরিস্থিতি ভাবিয়ে তুলেছে চাকরিপ্রার্থীদের।

করনা ভাইরাসের সতর্কতার জন্য গুরুত্বপূর্ণ মামলা ছাড়া শুনানি বন্ধ থাকছে বলেই সূত্রের খবর। যদিও আপার প্রাইমারির এই মামলাটিকে জরুরি শুনানির তালিকায় রাখা হয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে, মামলাটির দ্রুত নিষ্পত্তির জন্য সক্রিয় হয়ে উঠেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন শিক্ষা দফতরকে। তাছাড়া এর আগে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্যের পর আগামী ২০ মার্চ মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাঁর বক্তব্য আদালতে পেশ করবেন। সংশ্লিষ্ট দিনে তাঁকেও উপস্থিত থাকার জন্য বিশেষ আবেদন জানিয়েছেন মামলাকারীরা।

কিন্তু এত কিছু সত্ত্বেও যেন স্বস্তিতে নেই আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। করোনার জেরে আদালতের কাজ কতটা হবে তা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রার্থীদের। মামলার জন্য দীর্ঘ দিন ধরে ঝুলে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। এই পরিস্থিতিতে তাঁদের একটাই দাবি, যেভাবে হোক মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শিগগিরই হোক। এর আগে স্কুল সার্ভিস কমিশনেরর শুনানি হয়েছে। এবার মামলাকারীদের পক্ষে বক্তব্য রাখার পালা।

নিয়ম অনুসারে আগামী ২০ মার্চের শুনানিতেই মামলার নিষ্পত্তি ঘটবে বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা। উচ্চ প্রাথমিকে নিয়োগপ্রার্থী অনুতোষ বড়পণ্ডা জানিয়েছেন, ‘‘বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আমরা আর্জি জানিয়েছি, ওই দিন উনি উপস্থিত থেকে ওঁর বক্তব্য আদালতের কাছে তুলে ধরেন৷ আপার প্রাইমারির এই গুরুত্বপূর্ণ মামলাটির যেন নিষ্পত্তি হয় এবং নিয়োগ প্রক্রিয়া যেন দ্রুত সম্পন্ন হয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + two =