নিয়োগ চাই! দেওয়াল লিখে প্রতিবাদ উচ্চ-প্রাথমিক প্যানেলভুক্ত প্রার্থীর

নিয়োগ চাই! দেওয়াল লিখে প্রতিবাদ উচ্চ-প্রাথমিক প্যানেলভুক্ত প্রার্থীর

কলকাতা: ভয়াবহ করোনা পরিস্থিতি তো ছিলই। সঙ্গে এ রাজ্যে অশনি সঙ্কেত হয়ে দেখা দিয়েছে ঘূর্ণিঝড় আমপান। এমত পরিস্থিতিতেও নিজেদের দাবি তীব্রতর করে চলেছে উচ্চ-প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রার্থীরা। ২৭ মে ফেসবুকে গণ লাইভে এসে প্রতিবাদ কর্মসূচির কথা আগেই জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ উচ্চপ্রাথমিক চাকুরিপ্রার্থী মঞ্চের তরফে। এবার দেখা গেল নতুন কর্মসূচি, যে কর্মসূচি সাধারণত রাজনৈতিক দলগুলি ব্যবহার করে, অর্থাৎ দেওয়াল লিখন। মুর্শিদাবাদের ফারাক্কার বাসিন্দা অজয় মণ্ডল এই কর্মসূচির পথিকৃৎ। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের বিরুদ্ধে দেওয়াল লিখনকেই হাতিয়ার করলেন অজয়। তাঁর দাবি, সরকার বা বিরোধী দলগুলো যদি প্রচারের উদ্দেশ্যে দেওয়াল লিখনের ব্যবহার করতে পারে, তাহলে তাঁরা কেন প্রতিবাদের জন্য সেই পন্থা অবলম্বন করতে পারবেন না।

এর আগে ২৯ মে ফেসবুকে প্ল্যাকার্ড সহ প্রতিবাদের সময় অজয় জানিয়েছিলেন, ১৫ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে তিনি দেওয়াল লিখন কর্মসূচিতে নামবেন। লকডাউনের জন্য সামান্য দেরি হলেও নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন অজয়। তিনি আশা করছেন, লাইভ প্রতিবাদ কর্মসূচির পর তাঁর রাস্তায় হেঁটে দিকে দিকে দেওয়াল লিখন শুরু হবে। প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পরীক্ষায় তফশিলি পুরুষ-মহিলা বিভাগ মিলিয়ে ৯২তম স্থান অধিকার করেছেন অজয় মণ্ডল।

কেন করোনা পরিস্থিতির মধ্যেও প্রার্থী নিয়োগ নিয়ে প্রতিবাদ তা নিয়ে অজয়ের মত, ‘করোনা ভাইরাসের আক্রমণ তো দু’ তিন মাস চলছে। কিন্তু আমরা দীর্ঘ সাত বছর ধরে বঞ্চনার শিকার হয়ে চলেছি। সরকারের বক্তব্য, আদালতে মামলা চলায় এখন নিয়োগ সম্ভব নয়, কিন্তু কাদের ভুলে মামলা করতে হল?’ এদিকে, এর মধ্যেই আবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় আমপান। অজয়ের আক্ষেপ, তিনি এবং তাঁর পরিবার এবং এরকম বহু পরিবার সাত বছর ধরে আরও বড় ঝড় সামলাচ্ছেন। তাঁর মতে, ইচ্ছে থাকলেই সমস্যার সমাধান সম্ভব, কিন্তু তার জন্য সদর্থক ভূমিকা থাকা প্রয়োজন। অজয়ের কাতর আর্জি, ‘প্রিয় দিদি, দয়া করে প্যানেলভুক্ত প্রার্থীদের দ্রুত নিয়োগের মাধ্যমে আমাদের মুক্তি দিন।’

চাকরির খবর জানতে নজর রাখুন AajBikel.com-এর পাতায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *