কলকাতা: সমাধান সূত্র থাকা সত্ত্বেও সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছেন না৷ এর আগে একাধিকবার একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সোশ্যাল মিডিয়ায় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, আদালতের নির্দেশ পেলেই শুরু করা হবে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীকে পাল্টা বার্তা দিতে বৃক্ষরোপণ ও হাইকোর্টের কাছে দ্রুত মামলা মামলার নিষ্পত্তির প্রার্থনা (TREE PLANTATION & PRAY TO HIGH COURT) কর্মসূচি গ্রহণ করল আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ৷
শুক্রবার ৫ জুন থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ১০ জুন পর্যন্ত৷ বৃক্ষরোপণ, প্ল্যাকার্ড-পোস্টার লেখা এবং ফেসবুক গণ লাইভের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হবে৷ নিজেদের ফেসবুক ওয়াল এবং ফেসবুকে বিভিন্ন গ্ৰুপে তা পোস্ট করে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আবেদন জানাতে শুরু করেছেন চাকরিপ্রার্থীরা৷ যাতে, আপার প্রাইমারি মামলাটি অত্যন্ত জরুরি বিষয় (EXTREMELY URGENT MATTER)- এর তালিকাভুক্ত করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির ব্যবস্থা করা হয়৷ এই উদ্দেশ্য তাঁরা হাইকোর্টের প্রধান বিচারপতি, ৩৯ নম্বর কোর্টের বিচারপতি ও রেজিস্টার জেনারেল, সরকার পক্ষের আইনজীবী, অ্যাডভোকেট জেনারেল, পিটিশন পক্ষের সমস্ত আইনজীবী ও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে অনুরোধ জানাচ্ছেন৷
সরকার পক্ষ ও পিটিশনার পক্ষের আইনজীবীদের কাছে চাকরিপ্রার্থীদের অনুরোধ, দ্রুত শুনানির মাধ্যমে সমস্যার সমাধান করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক৷ প্রার্থীদের ভবিষ্যতের কথা ভেবে তাঁদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আর্জিও জানিয়েছে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ৷ তাঁরা জানান, অতি প্রবল ঘূর্ণিঝড় উম্পুনের তাণ্ডবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্ভিদজগত৷ তাই এই কর্মসূচিতে তাঁরা প্রত্যেকে একটি করে চারা গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন৷ যার নাম হবে ‘আপার প্রাইমারি’৷ তাঁদের কথায়, একটি গাছ যেমন একটি প্রাণ, তেমনই একটি আপার প্রাইমারি চাকরি একটি পরিবারের প্রাণ৷