নয়াদিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিয়ে চলতি বাজেটে নন গেজেটেড পদে অভিন্ন পরীক্ষার নেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্র৷ এবার নন গেজেটেড পদের কেন্দ্রীয় চাকরিতে নিয়োগ পরীক্ষার প্রক্রিয়া শুরু করল কেন্দ্র৷ কমন এলিজিবিলিটি টেস্ট বা CET চাকরির পরীক্ষা নিতে চলছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি বা NRA৷ ইতিমধ্যেও ওই প্রতিষ্ঠান গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্র৷
জানা গিয়েছে কমন এলিজিবিলিটি টেস্ট হবে অনলাইনে৷ পরীক্ষায় বসার পর ফলাফল প্রার্থীদের চাকরিতে যোগদানের বৈধতা থাকবে পরবর্তী ৩ বছর৷ কমন এলিজিবিলিটি টেস্টে উত্তীর্ণ হলে প্রার্থীদের দেওয়া হবে র্যাঙ্ক৷ ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সির ওয়েবসাইটের ওই চাকরিপ্রার্থীর তথ্য থাকবে৷ পরবর্তী তিন বছরের নিয়োগ শুরু হলে র্যাঙ্ক অনুযায়ী সফলদের নিয়োগের জন্য ডাকা হবে৷ তবে, শুধুমাত্র নন গেজেটেড পদেই নিয়োগের সুযোগ থাকবে৷
এতদিন এসএসসি, ইউপিএসসি, এনটিএর মতো বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা পরিচালিত হত৷ এবার ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে নন গেজেটেড পদে পরীক্ষা নেওয়া হবে৷ সরকারের নানাবিধ নিয়োগ পরীক্ষা বন্ধ করে একটি পরীক্ষার মাধ্যমে যাতে চাকরি পাওয়া যায় সেটাই এই ব্যবস্থার মূল উদ্দেশ্য৷