বেকারত্ব বাড়লেও কর্মসংস্থানের হিসাবে দেশে তৃতীয় বাংলা: রিপোর্ট

নয়াদিল্লি: বেকারত্ব বাড়লেও কর্মসংস্থানের দেশের তৃতীয় স্থানে উঠে এল বাংলা৷ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করল ইংরাজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড৷ ওই দৈনিকে প্রতিবেদন বলছে, ২০১১-১২ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ছিল ৩.২% আর ২০১৭-১৮ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪.৬ শতাংশে৷ শুধু বাংলা নয়, দেশের হালও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে৷ জাতীয় নমুনা জরিপ অফিস বা NSSO-র একটি রিপোর্ট উল্লেখ

বেকারত্ব বাড়লেও কর্মসংস্থানের হিসাবে দেশে তৃতীয় বাংলা: রিপোর্ট

নয়াদিল্লি: বেকারত্ব বাড়লেও কর্মসংস্থানের দেশের তৃতীয় স্থানে উঠে এল বাংলা৷ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করল ইংরাজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড৷ ওই দৈনিকে প্রতিবেদন বলছে, ২০১১-১২ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ছিল ৩.২% আর ২০১৭-১৮ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪.৬ শতাংশে৷ শুধু বাংলা নয়, দেশের হালও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে৷

জাতীয় নমুনা জরিপ অফিস বা NSSO-র একটি রিপোর্ট উল্লেখ করে ভারতের রাজ্যওয়ারি কর্মসংস্থানের ২০১৭-১৮ অর্থবর্ষে তথ্য প্রকাশ করা হয়েছে ওই প্রতিবেদনে৷ প্রকাশিত তথ্য বলছে, ২০১১-১২ সালে ভারতের সার্বিক বেকারত্ব ছিল ২.৩%৷ ২০১৭-১৮ সালে বেড়ে দাড়িয়েছে ৬.১শতাংশ৷

বেকারত্ব বাড়লেও কর্মসংস্থানের হিসাবে দেশে তৃতীয় বাংলা: রিপোর্টরাজ্যওয়াড়ি পরিসংখ্যানে বলছে, ২০১১-১২ সালে ন’টি রাজ্যের বেকারত্বের হার ছিল ভারতের জাতীয় গড়ের চেয়েও বেশি৷ ন’টি রাজ্য তালিকায় ছিল কেরলা, হরিয়ানা, আসাম, ঝাড়খন্ড, উত্তরাখন্ড, বিহার, ওড়িশা, জম্মু-কাশ্মীর ও পশ্চিমবঙ্গ৷ ২০১৭-১৮ সালের হিসাব অনুযায়ী এই ধরনের রাজ্যগুলির সংখ্যা বেড়ে হয়েছে ১১টি৷ তালিকায় যুক্ত হয়েছে পাঞ্জাব, তামিলনাড়ু , উত্তরপ্রদেশ ও তেলেঙ্গানা৷ অন্যদিকে পশ্চিমবঙ্গ ও জম্মুকাশ্মীর এই তালিকা থেকে বেড়িয়ে এসেছে৷

২০১১-১২ সালে ভারতের বেকারত্বর হার ছিল ২.৩ শতাংশ৷ ২০১৭-১৮ সালে তা দাঁড়িয়েছে ৬.১ শতাংশে৷ ২০১১-১২ সালে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ছিল ৩.২ শতাংশ, ২০১৭-১৮ সালে তা হয়েছে ৪.৬ শতাংশে৷
গুজরাটে ২০১১-১২ সালে বেকারত্বের হার ছিল ০.৫ শতাংশ৷  ২০১৭-১৮ সালে হয়েছে ৪.৮ শতাংশ৷ কেরালা কিন্তু দুবারই ফার্স্ট বয়৷ ২০১১-১২ সালে ৬.৭% আর ২০১৭-১৮ সালে তা বেড়ে হয়েছে ১১.৪ শতাংশে৷ সবচেয়ে কম বেকারত্ব ছত্তিশগড়৷ ৩.৩ শতাংশ৷ তারপর রয়েছে মধ্যপ্রদেশ৷ ৪.৫ শতাংশ৷ তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ৷ ৪.৬৷ অর্থাত কর্মসংস্থানের দিক দিয়ে বাংলা ছাপিয়ে গেছে গুজরাটকেও৷ উত্তরপূর্বের রাজ্যগুলি ও গোয়াকে এই হিসেবে রাখা হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 7 =