বাংলায় বেকারত্ব বাড়ছে আর মমতাজি ভাষণ দিচ্ছেন: রাহুল

কলকাতা: লোকসভা ভোটের আগে কর্মসংস্থান ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ চাঁচলে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে বলেন, ‘‘আপনি বলুন, গত সাড়ে সাত বছরে বাংলায় কিছু হয়েছে? কর্মসংস্থান হয়েছে? কৃষকদের ঋণ মকুব হয়েছে? কিছুই হয়নি৷ ওদিকে নরেন্দ্র মোদি একের পর এক মিথ্যা বলে চলেছে, আর এদিকে, মুখ্যমন্ত্রী ভাষণ দিয়ে চলেছে৷

752fe2ac933761ddf3a52d4722643798

বাংলায় বেকারত্ব বাড়ছে আর মমতাজি ভাষণ দিচ্ছেন: রাহুল

কলকাতা: লোকসভা ভোটের আগে কর্মসংস্থান ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ চাঁচলে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে বলেন, ‘‘আপনি বলুন, গত সাড়ে সাত বছরে বাংলায় কিছু হয়েছে? কর্মসংস্থান হয়েছে? কৃষকদের ঋণ মকুব হয়েছে? কিছুই হয়নি৷ ওদিকে নরেন্দ্র মোদি একের পর এক মিথ্যা বলে চলেছে, আর এদিকে, মুখ্যমন্ত্রী ভাষণ দিয়ে চলেছে৷ বাংলায় যখন বেকারত্ব বাড়ছে, তখন আর মমতা জি ভাষণ দিচ্ছেন৷’’

এদিন তৃণমূল নেত্রীকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেন, ‘‘আজ, এই রাজ্যে একজন গোটা দেশ চালাচ্ছে৷’’ বলেন, ‘‘সিপিএম আমলে বাংলার মানুষের উপর অত্যাচার হয়েছে, তৃণমূল আমলেও তাই চলছে৷ আজ, বাংলায় কংগ্রেস কর্মীরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন৷ তবুও, আমরা লড়াই চালিয়ে যাচ্ছি৷’’ চাঁচলের জনসভায় দাঁড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি দিতে ভোলেননি রাহুল৷ বলেন, ‘‘ক্ষমতায় এলে মালদহে আম প্রসেসিং ইউনিট গড়বে কংগ্রেস৷’’

এদিন বাংলার কর্মসংস্থান প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠ গড়ায় তোলেন রাহুল৷ বলেন, ‘‘মোদি আজ দু’কোটি চাকরি খেয়েছে৷ দিদি এই নিয়ে বড়বড় কথা বলছে৷ আপনারা বলুন, দিদি কি আপনাকে চাকরি দিয়েছে? চাকরির নামে প্রতারণা করছে এই সরকার৷’’ দিল্লিতে রাহুল গান্ধীদের দল ক্ষমতায় এলে নূন্যতম আয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান সোনিয়া পুত্র৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কৃষি ঋণ মকুব নিয়েও কটাক্ষ করেন৷ বলেন, ‘‘কংগ্রেস সরকার কৃষকদের ঋণ মকুব করে দিয়েছে৷ কিন্তু, মমতাজি করেছে কী? আমরা দেশে ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মকুব করে দেব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *