বেকারত্বের নিরিখে ফের দেশের শীর্ষে বাংলা, রিপোর্ট কেন্দ্রের

কলকাতা: স্কুলেই যাননি৷ অথচ চাকরি খোঁজার নিরিখে শীর্ষে রাজ্য৷ স্কুলের গন্ডি না পেরেলেও চাকরি চেষ্টা করছেন এমন যুবক-যুবতীর সংখ্যা এ রাজ্যে ৩৩ হাজার ৩৩৭৷ কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রকের ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের রিপোর্টে মিলেছে এই তথ্য৷ তথ্য বলছে, সারা দেশে স্কুলে না যাওয়া কর্মপ্রার্থীর ৫০.০৭ শতাংশই এই রাজ্যের৷ রিপোর্ট অনুযায়ী, গত আর্থিক বছরে স্কুলে না গিয়েও

বেকারত্বের নিরিখে ফের দেশের শীর্ষে বাংলা, রিপোর্ট কেন্দ্রের

কলকাতা: স্কুলেই যাননি৷ অথচ চাকরি খোঁজার নিরিখে শীর্ষে রাজ্য৷ স্কুলের গন্ডি না পেরেলেও চাকরি চেষ্টা করছেন এমন যুবক-যুবতীর সংখ্যা এ রাজ্যে ৩৩ হাজার ৩৩৭৷ কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রকের ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের রিপোর্টে মিলেছে এই তথ্য৷ তথ্য বলছে, সারা দেশে স্কুলে না যাওয়া কর্মপ্রার্থীর ৫০.০৭ শতাংশই এই রাজ্যের৷

রিপোর্ট অনুযায়ী, গত আর্থিক বছরে স্কুলে না গিয়েও গোটা দেশে যাঁরা চাকরির জন্য নাম লিখিয়েছেন, তাঁদের সংখ্যা ৬৬ হাজার ৫৮২ জন৷ নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশুনা করে চাকরির জন্য নিজেদের নাম কোনও না কোনও কর্মসংস্থান সংক্রান্ত পোর্টালে নাম লিখিয়েছেন, তার সংখ্যাও কম নয়৷ রাজ্যে নবম শ্রেণি পাশ করা প্রার্থীর সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৮৬৪৷ গোটা দেশে সেই সংখ্যা ১৭ লক্ষ ২৯ হাজার ৯০৫ জন৷ রাজ্যে দশম শ্রেণি পাশ করে নাম নথিভুক্ত করেছেন রাজ্যের ৩৪ হাজার ৭৩ জন৷ গোটা দেশের নিরিখে তা ৯.৮০ শতাংশ৷ আবার একাদশ শ্রেণি পাশ করে চাকরি খুঁজছেন এমন প্রার্থীর সংখ্যা ১,৮৭৮ জন৷ দেশের নিরিখে তা ২৯.৮৪ শতাংশ৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তাৎপর্যপূর্ণ বিষয় হল ২০১৬-১৭ সালে রাজ্যস্তরে স্কুলে না গিয়ে চাকরি খুঁজছেন এমন প্রার্থীর সংখ্যা অনেকটাই কম ছিল। সেই বছর মাত্র ২.২৬ শতাংশ প্রার্থী এই বিভাগে ছিল। কিন্তু এক বছরে সেই সংখ্যা এক লাফে ৪৮ শতাংশ বেড়ে যাওয়ায় স্বভাবতই উদ্বেগ বেড়েছে। চাকরির সংখ্যাতেও খুব একটা স্বস্তির চিত্র নেই বাংলায়। শতাংশের নিরিখে চাকরি করছেন না ১১.৫৯ শতাংশ। কিন্তু চাকরি করছেন মাত্র ১.১৫ শতাংশ। রাজ্যভিত্তিক স্কুলে না গিয়েও চাকরি খোঁজার পরিসংখ্যান বলছে, উত্তরপ্রদেশে ১০.৩৭ শতাংশ, গুজরাতে ০.০৩ শতাংশ, বিহারে ০.৭৪ শতাংশ, পাঞ্জাবে ০.৭৮ শতাংশ, অসমে ০.০১ শতাংশ, পশ্চিমবঙ্গে ৫০.০৭ শতাংশ৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 2 =