১০ হাজার শিক্ষককে পিওন-রাঁধুনি-সাফাইকর্মী পদে চাকরি দিচ্ছে সরকার

১০ হাজার শিক্ষককে পিওন-রাঁধুনি-সাফাইকর্মী পদে চাকরি দিচ্ছে সরকার

fac8c8e29d6766f33d949f0766b75c7f

 

আগরতলা: দেশজুড়ে করোনা আবহে চাকরি গিয়েছিল ১০,৩২৩ জন শিক্ষকের৷ বাম আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে নির্দেশে চাকরি গিয়েছে বহু শিক্ষককের৷ এখন বিজেপি সরকারের আমলে সেই শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে চলে ত্রিপুরা সরকার৷ যদিও, এই শিক্ষকদের বিরুদ্ধে প্রথম থেকেই আদলতে উঠেপড়ে লেগেছিল বিজেপি৷ এবার, কাজ হারানো সেই শিক্ষকদের চাকরি ফেরানো উদ্যোগ নেওয়া হলেও শিক্ষক হিসাবে নয়, বরং পিওন, রাঁধুনি, সাফাই কর্মী, মালি, নাইট গার্ড পদে দেওয়া হচ্ছে নিয়োগ৷

আরও পড়ুন- ক্লার্ক পদে রেকর্ড নিয়োগ সম্ভাবনা রাজ্যে, ৬৬ হাজার প্রার্থীকে ডাক PSC-র

২০০৯, ২০১২, ২০১৪ সালে ত্রিপুরার তৎকালীন বাম সরকার এই সমস্ত শিক্ষকদের নিয়োগ করেছিল। কিন্তু সেই নিয়োগে কারচুপি ছিল বলে দাবি করে বিরোধীরা। সেই নিয়ে মামলাও হয়। হাইকোর্ট ঘুরে সেই মামলা দেশের শীর্ষ আদালতে পৌঁছায়৷ শিক্ষক নিয়োগের নীতি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। চাকরি যায় ১০,৩২৩ জন শিক্ষকদের। পরে বাম সরকার তাদের কাজে ফেরাবার লক্ষ্যে তালিকা প্রস্তুত করলেও সুপ্রিম কোর্ট তাতে স্থগিতাদেশ দিয়ে দেয়।

আরও পড়ুন- সুখবর! PSC ক্লার্ক পরীক্ষার ফল প্রকাশ, পার্ট টু’র দিনক্ষণ ঘোষণা কমিশনের

এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের শাসন ভার রয়েছে বিজেপি সরকারের হাতে৷ ভোটের আগে এই বিজেপি সরকার বলেছিল, কাজ হারানো সমস্ত শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে৷ কিন্তু ভোটে পালা বদলের সঙ্গেই বিজেপির কথাও পালটে গিয়েছে৷ রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাফ জানিয়ে দিয়েছেন, ‘পাপের বোঝা’ তিনি বইতে পারবেন না৷ বাম সরকারের 'ভুলের বোঝা' টেনে তিনি জেল খাটতে পারবেন না৷

আরও পড়ুন- সুখবর! ৮টি নিয়োগ পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ SSC-র, পড়ুন বিস্তারিত

সুপ্রিম কোর্টের জারি করা স্থগিতাদেশ ৩১ মার্চ শেষ হয়েছে৷ বিজেপি সরকার ওই শিক্ষকদের কাজে ফেরাতে উদ্যোগ নিয়েছে৷ কিন্তু তাঁরা শিক্ষক হিসাবে আর কাজে ফিরবেন না৷ বিজেপির ইচ্ছা অনুযায়ী, তারা পিওন, রাঁধুনি, সাফাইকর্মী, মালি কিংবা নাইট গার্ড হিসাবে চাকরি করবেন এবার থেকে৷ সুপ্রিম কোর্টে এই নিয়ে আবেদন করা হয়ে গিয়েছে বিজেপির তরফে। কিন্তু বিরোধীরা শিক্ষকদের এভাবে অন্যপদে ফেরানো নিয়ে প্রশ্ন তুলেছে। ফলে ত্রিপুরায় দীর্ঘদিন চলে আসা এই মামলা নিয়ে ফের সমালোচনা শুরু হয়েছে৷

আরও পড়ুন- ৩ বছরে ব্রাত্য গেরুয়া মুকুল! দু’হাত বাড়িয়ে ঘাসফুল, সময়ে সমীকরণ বদল?

আরও পড়ুন- শিক্ষকদের জন্য জারি হচ্ছে নয়া নিময়, নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- ইংরাজি তুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা শিক্ষাদান, বাম-পথে কেন্দ্রের শিক্ষানীতি

আরও পড়ুন- উচ্চশিক্ষার মাঝে নেওয়া যাবে দীর্ঘ বিরতি, লাটে মাধ্যমিক, এম ফিল! নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষায় আমূল বদল, কমছে দশমের গুরুত্ব, নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- গুরুত্বহীন মাধ্যমিক, ৪ বছরে অনার্স, কলা-বিজ্ঞান মিশিয়ে নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- স্কুলশিক্ষায় আমূল বদল, গুরুত্বহীন মাধ্যমিক! নয়া শিক্ষানীতিতে অনুমোদন কেন্দ্রের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *