সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন তৃণমূল নেত্রী জয়া, নিয়োগ ঘিরে বিতর্ক

সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন তৃণমূল নেত্রী জয়া, নিয়োগ ঘিরে বিতর্ক

কলকাতা: রাজ্য সরকারি চাকরিতে ফের স্বজনপোষণের অভিযোগ৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভানেত্রী জয়া দত্তের সরকারি পাওয়া ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক৷ সংবাদে প্রকাশ, দ্রুত পশ্চিমবঙ্গ  রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার পদে যোগ দিতে চলেছেন তৃণমূল নেত্রী জয়া৷

দীর্ঘ দিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী ছিলেন হাবড়া মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী জয়া দত্ত৷ অল্প সময়ের মধ্যেই ছাত্র পরিষদের প্রধান নেত্রী হয়ে ওঠেন জয়া৷ সভানেত্রী থাকাকালীন কেলেজে ছাত্র ভর্তির ক্ষেত্রে বেলাগাম দুর্নীতির অভিযোগ ওঠায় দলের রোষের মুখে পড়েন তিনি৷ পরে জয়াকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সভানেত্রীর পদ গেলেও দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি৷ ববং আরও বাড়ে৷

এবার সেই বিতর্কে থাকা জয়া দত্তের চাকরির খবর ঘিরে শুরু হয়েছে বিতর্ক৷ ২০ তারিখ ইন্টারভিউয়ের পর ওই পদে জয়া যোগ দেবেন বলে খবর ছড়িয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হতেই স্বজনপোষণের অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধী শিবির৷ যোগ্যতা না কি স্বজনপোষণ? জল মাপছে  বিরোধী শিবির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 15 =