নতুন স্কুলে যোগ দিতেই তোলা চেয়ে তৃণমূল নেতার হুমকি, গ্রেপ্তার শিক্ষক

কালনা: স্কুলে যোগ দেওয়ার পর তৃণমূল নেতার দাবি মতো ৩৫ হাজার টাকা ঘুষ দিতে না পারায় শিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ৷ মন্তেশ্বরের শুশুনিয়ার বাঁয়ুই পঞ্চপল্লি বিদ্যামন্দিরের কর্মশিক্ষার শিক্ষক তাপস দাসকে অভিযোগ, ‘‘স্কুলের পরিচালন সমিতির সভাপতি প্রশান্ত যশকে আমার কাছ থেকে ৩৫ হাজার টাকা ঘুষ দাবি করে৷ টাকা না দিলে আমাকে খুনের হুমকিও দেওয়া হয়৷ টাকা

2c7d345586eb86a99c0a10a53a8bc6ae

নতুন স্কুলে যোগ দিতেই তোলা চেয়ে তৃণমূল নেতার হুমকি, গ্রেপ্তার শিক্ষক

কালনা: স্কুলে যোগ দেওয়ার পর তৃণমূল নেতার দাবি মতো ৩৫ হাজার টাকা ঘুষ দিতে না পারায় শিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ৷ মন্তেশ্বরের শুশুনিয়ার বাঁয়ুই পঞ্চপল্লি বিদ্যামন্দিরের কর্মশিক্ষার শিক্ষক তাপস দাসকে অভিযোগ, ‘‘স্কুলের পরিচালন সমিতির সভাপতি প্রশান্ত যশকে আমার কাছ থেকে ৩৫ হাজার টাকা ঘুষ দাবি করে৷ টাকা না দিলে আমাকে খুনের হুমকিও দেওয়া হয়৷ টাকা দিতে অস্বীকার করালে আমাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়৷’’

গত শুক্রবার ‘ছাত্রীকে কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগে শিক্ষক তাপস দাসকে গ্রেপ্তার করে পুলিশ৷ মন্তেশ্বরের শুশুনিয়ার বাঁয়ুই পঞ্চপল্লি বিদ্যামন্দিরের কর্মশিক্ষার শিক্ষককে কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন৷ জামিন পেয়ে আদালত থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক৷

তিনি বলেন, ‘‘স্কুলের পরিচালন সমিতির সভাপতি প্রশান্ত যশ আমার কাছে স্কুলে যোগ দেওয়ার পর ৩৫ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন৷ তা দিতে পারিনি৷ সেই কারণেই চক্রান্ত করে এমন মিথ্যা অভিযোগ করা হয়েছে আমার বিরুদ্ধে৷’’ যদিও তাপসের এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা প্রশান্ত যশের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *