কলকাতা: কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আগামীকাল, অর্থাৎ ১৮ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। হাসপাতালের ৫টি পদে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। প্রার্থীদের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
শূন্যপদের বিবরণ
মেডিক্যাল ফিজিসিস্ট(রেডিও থেরাপি)-৩টি
বয়স
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ৩৫ বছরের নীচে হতে হবে৷
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের মেডিক্যাল ফিজিক্সে এমএসসি ডিগ্রি থাকা বাধ্যতামূলক। কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রেডিওলজিক্যাল ফিজিক্স বা মেডিক্যাল ফিজিক্সে এই ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকা বাঞ্ছনীয়।
বেতন
৫৬,১০০-১,৭৭,৫০০
ডেপুটি মেডিক্যাল সুপারিন্টেনডেন্ট- একটি
বয়স
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ৪০ বছরের নীচে হতে হবে৷
শিক্ষাগত যোগ্যতা
এমডি যোগ্যতা ছাড়াও হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব সামলোনোর অভিজ্ঞতা থাকতে হবে। কোনও ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ৩ বছরর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
৬৭৭০০-২,০৮,৭০০
ইঞ্জিনিয়ার(বায়োমেডিক্যাল)- একটি
বয়স
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ৪০ বছরের নীচে হতে হবে৷
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকা বাধ্যতামূলক। সঙ্গে কোনও হাসপাতালে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
৫৬,১০০-১,৭৭,৫০০
আবেদন পদ্ধতি
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট https://cnci.ac.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আগামীকাল, অর্থাৎ ১৮ সেপ্টেম্বরের মধ্যে উপযুক্ত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে তার স্লিপ রেখে দিতে হবে৷