কলকাতা: প্রাথমিক শিক্ষক শিক্ষকদের দাবি পুরোপুরি মানা সম্ভব হবে না বলে আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তবে শিক্ষকদের লাগাতার অনশন, ধর্না কর্মসূচির জেরে কার্যত কিছুটা হলেও পিছু হটতে বাধ্য হল রাজ্য৷ এবার শিক্ষক বিদ্রোহ রুখতে প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার৷ আজ বৃহস্পতিবার নজরুল মঞ্চের তৃণমূল শিক্ষক সংগঠনের বৈঠকে বেতন বৃদ্ধির ঘোষণা করতে পারেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷
বুধবার বিধানসভায় পার্থবাবু এই আশ্বাস দিলেও ১৩ দিন ধরে অনশন আন্দোলন চালিয়ে যাওয়া শিক্ষক সংগঠনের তরফে জানানো হয়েছে, তৃণমূলের ওই বৈঠকে আন্দোলনকারী শিক্ষকদের ডাকা হয়নি৷ তবে শিক্ষামন্ত্রীর মুখ থেকে বেতন বৃদ্ধির ঘোষণা অপেক্ষায় আছেন রাজ্যের কয়েক লক্ষ শিক্ষক৷
প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়াতে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের তরফে অর্থ দপ্তরে বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে৷ তাতে সর্বভারতীয় স্কেলে বেতন না বাড়লেও বেশখানিকটা বেতন বাড়তে চলেছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে৷
সূত্রের খবর, প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ৩৬০০ টাকা করা হচ্ছে৷ একই সঙ্গে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো ৭১০০টাকা থেকে ৩৭ হাজার ৬০০ টাকার করার ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ নয়া এই হার কার্যকর হলে কমপক্ষে ৬ হাজার টাকার বেশি বেতন বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ নয়া হারে বেতন বাড়লে রাজ্য সরকারের কোষাগার থেকে প্রতিবছর অতিরিক্ত ১১৭০ কোটি টাকা খবচ হবে৷
তবে, এই প্রস্তাব নিয়ে শিক্ষামন্ত্রী কিছু না জানালেও মঙ্গলবার শিক্ষক সমস্যার জট কাটাতে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘রাজ্যের আর্থিক যতটা ক্ষমতা আছে তার ওপর ভিত্তি করেই তাঁদের এই সমস্যার সমাধান হবে৷ আমরা একটা সমাধান সূত্র বার করার চেষ্টা করছি৷ কয়েক দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবো৷’’
বৃহস্পতিবার নজরুল মঞ্চে বেলা একটা থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বৈঠক রয়েছে৷ বৈঠকের মূল বক্তা শিক্ষামন্ত্রী৷ মনে করা হচ্ছে, ওই বৈঠক থেকে বেশ কিছু বার্তাও দিতে পারেন শিক্ষামন্ত্রীর৷