আজ, গান-কবিতা-নাটকের ভাষায় প্রতিবাদ তুলবে SSC-র অনশন মঞ্চে

কলকাতা: চলছে ২১ দিনের টানা অনশন৷ এবার গান-নাটকের ভাষায় জানানো হবে প্রতিবাদ৷ দাবি উঠবে চাকরির৷ জীবন বাঁচাতে সফল চাকরি-প্রার্থীরাও আজ অংশ নেবেন গান-কবিতা-নাটকে৷ খালি পেটে নাট্যমঞ্চে দাঁড়িয়ে নিজের জেদ জাহির করবেন তাঁরা৷ SSC চাকরি-প্রার্থীদের তরফে আজ একটি গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছে৷ বিভিন্ন নাট্য গোষ্ঠীর প্রতিনিধি থেকে শুরু করে যাদবপুরের পড়ুয়ারাও আজ আসবেন৷ থাকবেন বুদ্ধিজীবীরাও৷

আজ, গান-কবিতা-নাটকের ভাষায় প্রতিবাদ তুলবে SSC-র অনশন মঞ্চে

কলকাতা: চলছে ২১ দিনের টানা অনশন৷ এবার গান-নাটকের ভাষায় জানানো হবে প্রতিবাদ৷ দাবি উঠবে চাকরির৷ জীবন বাঁচাতে সফল চাকরি-প্রার্থীরাও আজ অংশ নেবেন গান-কবিতা-নাটকে৷ খালি পেটে নাট্যমঞ্চে দাঁড়িয়ে নিজের জেদ জাহির করবেন তাঁরা৷

SSC চাকরি-প্রার্থীদের তরফে আজ একটি গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছে৷ বিভিন্ন নাট্য গোষ্ঠীর প্রতিনিধি থেকে শুরু করে যাদবপুরের পড়ুয়ারাও আজ আসবেন৷ থাকবেন বুদ্ধিজীবীরাও৷ গণসংস্কৃতি পরিষদের প্রতিনিধিরাও থাকবেন আজ SSC-র অনশন মঞ্চে৷ হবে গান৷ হবে নাটক৷ আজ, অনশনরতদের পাশে দাঁড়িয়ে বিশিষ্টরাও চাইবেন সমস্যার প্রতিবিধান৷

এসএসসি যুবছাত্র অধিকার মঞ্চের তরফে ইনসান আলি একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘‘আমরা এসএসসি যুবছাত্র অধিকার মঞ্চের ব্যানারে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দীর্ঘ ২১ দিন ন্যায্য অধিকারের দাবিতে মেয়ো রোডে, প্রেস ক্লাবের সামনে অনশন সত্যাগ্রহ পালন করছি৷ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যাতে আমাদের ন্যায্য অধিকার পেতে পারি৷ তার জন্য নানান কর্মসূচিও গ্রহণ করেছি৷ আজ বুধবার বিকাল ৪টে থেকে গণকনভেনশ ও গণশুনানির আয়োজন করেছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =