দশম শ্রেণির যোগ্যতায় ভারতীয় সেনাবাবিনীতে ১৮ হাজারের চাকরি

নয়াদিল্লি: ভারতীয় সেনা বাহিনীতে গ্রুপ সি পদে নিয়োগ চলছে৷ মাধ্যমিক পাশ যোগ্যতায় আগ্রহীরা আবেদন করতে পারবেন৷ অফলাইন ও অনলাইনে আবেদন৷ নীচে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সমস্ত বিস্তারিত বিবরণ দেওয়া হল৷ কোন পদে নিয়োগ: ফায়ার ইঞ্জিন ড্রাইভার, অগ্নিনির্বাপক, ট্রেডারম্যান মেট, চৌকিদার, কুক, ধোপা, সিভিল মোটর ড্রাইভার, ফায়ার ফিটার৷ বেতন: ১৮ হাজার টাকা প্রতি মাসে৷ সংস্থা: ভারতীয়

দশম শ্রেণির যোগ্যতায় ভারতীয় সেনাবাবিনীতে ১৮ হাজারের চাকরি

নয়াদিল্লি: ভারতীয় সেনা বাহিনীতে গ্রুপ সি পদে নিয়োগ চলছে৷ মাধ্যমিক পাশ যোগ্যতায় আগ্রহীরা আবেদন করতে পারবেন৷ অফলাইন ও অনলাইনে আবেদন৷ নীচে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সমস্ত বিস্তারিত বিবরণ দেওয়া হল৷

কোন পদে নিয়োগ: ফায়ার ইঞ্জিন ড্রাইভার, অগ্নিনির্বাপক, ট্রেডারম্যান মেট, চৌকিদার, কুক, ধোপা, সিভিল মোটর ড্রাইভার, ফায়ার ফিটার৷

বেতন: ১৮ হাজার টাকা প্রতি মাসে৷

সংস্থা: ভারতীয় সেনাবাহিনী

বয়স সীমা: সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর৷

চাকরির অবস্থান: সর্বভারতীয়

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত বোর্ডের দমশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে৷

কিভাবে আবেদন করবেন: অফিসিয়াল ওয়েবসাইট https://www.indianarmy.nic.in/home

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − nine =