কলকাতা: রাজ্যের ৩১৮টি কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা জানুয়ারি মাসের বেতন এখনও পাননি। যদিও উচ্চশিক্ষা দপ্তরের দাবি, আজ-কালের মধ্যে প্রত্যেকেই সেই টাকা পেয়ে যাবেন।
জানা গিয়েছে, তিন মাসের যে পে প্যাকেট দেওয়া হয়, তার জন্য সংশ্লিষ্ট মাসের ১০ তারিখের মধ্যে কলেজ থেকে শিক্ষক-শিক্ষাকর্মীদের নামের তালিকা পাঠিয়ে দিতে হয়। অর্থ দপ্তর তা অনুমোদন করে দেওয়ার পরই টাকা ছাড়া হয়। কিন্তু এমাসে অর্থ দপ্তরের সার্ভারে সমস্যা দেখা দেয়। ফলে সময়ে বেতন পাননি ওই কলেজের শিক্ষকরা। উচ্চশিক্ষা দপ্তরের কর্তারা জানান, অর্থ বরাদ্দে কিছুটা সমস্যা হয়েছিল। বুধবার ১২৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ৩১৮টির মধ্যে ৫০ শতাংশ কলেজকে সেই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ-কালের মধ্যে সবাই বেতন পেয়ে যাবেন।