কলকাতা: কাস্ট সার্টিফিকেট বা জাতি শংসাপত্রের জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া আগেই শুরু করেছিল রাজ্য সরকার। এবার ঘরে বসেই ডাউনলোড করা যাবে এই সার্টিফিকেট। অর্থাৎ সার্টিফিকেট সংগ্রহ করতে আর নিতে আর সরকারি দপ্তরে দিনের পর দিন দৌড়তে হবেনা। এমনকি নিজের স্মার্টফোন থেকেই এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেটের জন্য অনলাইনেই আবেদন করার পাশাপাশি সেই সার্টিফিকেট ডাউনলোড করা যাবে।
এমনই উদ্যোগ নিচ্ছে। রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে কাস্ট সার্টিফিকেট এর সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে করার উদ্যোগ শুরু হয়েছে। এর জন্য তৈরি করা হয়েছে নতুন সফটওয়্যার। তবে এক্ষেত্রে বাড়ির কোনো সদস্যের আগে এই সার্টিফিকেট থাকলে তবেই অন্য কোনো সদস্যের জন্য এই প্রক্রিয়া প্রযোজ্য। সেই অর্থে এই অনলাইন সার্টিফিকেট প্রক্রিয়াটি শুধুমাত্র দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অনলাইনে ডিজিটাল সিগনেচার সহ এই সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। প্রতিবছর রাজ্যে প্রায় ৯ লক্ষের বেশি এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়।
সুতরাং অনলাইন প্রক্রিয়ায় উপকৃত হবেন লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী। যদিও আগের মত সরাসরি দপ্তর থেকে অর্থাৎ অফলাইনে কাস্ট সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থাও চালু থাকবে। সেক্ষেত্রে প্রাপকদের সুবিধার কথা মাথায় রেখে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের অফিসগুলি থেকেই যাতে এসসি, এসটি, ওবিসিদের সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা যায় সেই উদ্যোগও নেওয়া হচ্ছে। শুধু তাই নয় এই কাজ দ্রুততার সঙ্গে করার বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। উত্তরবঙ্গ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কথায় প্রস্তুতিপর্ব প্রায় শেষের পর্যায়ে, শুধু রাজ্য সরকার সীলমোহর দিলেই ঠিক কবে থেকে এই প্রক্রিয়াটি কার্যকর হবে তা জানিয়ে দেওয়া হবে।