কলকাতা: কাজের চাপ সামলাতে সংশোধনাগারেও এবার সিভিক ভলান্টিয়ার মোতায়েন করবে রাজ্য। কেন্দ্রীয়, জেলা এবং উপ সংশোধনাগারে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানো হবে।
রাজ্যের ৫৬টি সংশোধনাগারে ১০০০ জন সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হবে। রাজ্য কারা দপ্তর এবং পুলিসের তরফে ইতিমধ্যে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে তার জন্য নতুন করে সিভিক ভলান্টিয়ার নিয়োগের ব্যাপারে কিছু বলা হয়নি।
জেলায় জেলায় কর্মরত সিভিক ভলান্টিয়ারদের মোতায়েন করা হবে বলে পুলিস আধিকারিকরা জানিয়েছেন। শুধুমাত্র সংশোধনাগারের বহির্বিভাগের কাজকর্মই সিভিক ভলান্টিয়ারদের দিয়ে করানো হবে। ভিতরে তাঁদের প্রবেশাধিকার থাকবে না। এই প্রথম সংশোধনাগারে সিভিক ভলান্টিয়ার মোতায়েন হতে চলেছে বলে কারাদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন।