এবার ষষ্ঠ বেতন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কর্মীদের

কলকাতা: ষষ্ঠ বেতন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আগামী ১০ জুলাই চেয়ারম্যানে অভিরূপ সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে নামতে চলেছেন সরকাকি কর্মচারী সংগঠনের একাংশ৷ বিজেপি প্রভাবিত কর্মচারী পরিষদের এই মর্মে বেশ কিছু কর্মসূচিরও ঘোষণা করা হয়েছে৷ কর্মচারী পরিষদের তরফে জানানো হয়েছে, বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১০ জুুলাই করুণাময়ী থেকে বিকাশভবন পর্যন্ত এক

f53d9ecb4f2d690989904656c09d20d7

এবার ষষ্ঠ বেতন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কর্মীদের

কলকাতা: ষষ্ঠ বেতন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আগামী ১০ জুলাই চেয়ারম্যানে অভিরূপ সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে নামতে চলেছেন সরকাকি কর্মচারী সংগঠনের একাংশ৷ বিজেপি প্রভাবিত কর্মচারী পরিষদের এই মর্মে বেশ কিছু কর্মসূচিরও ঘোষণা করা হয়েছে৷

কর্মচারী পরিষদের তরফে জানানো হয়েছে, বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১০ জুুলাই করুণাময়ী থেকে বিকাশভবন পর্যন্ত এক মিশাল মিছিল করা হবে৷ রাজ্য সরকারি কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে এই কর্মসূচি বলে জানানো হয়েছে৷ প্রশাসন মিছিল আটকানোর চেষ্টা করলে সেখানেই বসে প্রতিবাদ জানানো হবে বলেও সংগঠনের তরফে জানানো হয়েছে৷

২০১৬ সালের ১ জানুয়ারি থেকে বেতন কমিশন কার্যকর হওয়ার কথা ছিল৷ কিন্তু, নানান কারণ দেখিয়ে তা এখনও ঝুলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *